Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

ঈদে দুই ছবিতেই ভরসা

বিনোদন প্রতিবেদক

ঈদে দুই ছবিতেই ভরসা

ঢাকা: এবারের সিনেমা হলে ছবি মুক্তি বিষয়টি ছিল একেবারেই অনিশ্চিত। বড় বাজেটের কোন সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে শেষ মুহূর্তে দুটি সিনেমা মুক্তির খবর জানা গেছে। যার একটি ডিপজল-মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’। অন্যটি সিমি ইসলাম কলি অভিনীত ‘নারীর শক্তি’। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক ও প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।

আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘সিনেমা দুটির প্রযোজক ডিপজল ও সিমি ইসলাম কলি তাঁদের সিনেমা মুক্তি দেয়ার ইচ্ছা পোষণ করেছেন। আমরাও প্রস্তুতি নিচ্ছি।’

জানা গেছে, শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমাটি মুক্তির জন্য জমা পড়েছিল। কিন্তু সিনেমাটির প্রযোজক শেষ মুহূর্তে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। পরিবেশক সমিতিতে গত রোববার চিঠি দিয়ে জানিয়েছে যে তাঁরা আসছেন না।

নারীর শক্তি সিনেমার পোস্টার। ছবি: ফেসবুকএছাড়া ঈদের আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তির জন্য কোনো আবেদনই করেনি।

এবার ঈদের কতটি হল খোলা থাকতে পারে? এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি প্রদর্শক সমিতি।

করোনা পরিস্থিতির মধ্যে সিনেমা হল খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পাননি তাঁরা, জানিয়েছেন আওলাদ হোসেন।

ঈদের সিনেমা ‘সৌভাগ্য’ নির্মাণ করেছেন এফ আই মানিক। এতে ডিপজল, মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন কাজী মারুফ ও তমা মির্জা।

ঈদে দর্শকদের নতুন সিনেমা দেখানোর ইচ্ছা থেকেই ‘সৌভাগ্য’ মুক্তি দিচ্ছেন বলে জানিয়েছেন ডিপজল।


অন্যদিকে নারীকেন্দ্রীক গল্পের সিনেমা ‘নারীর শক্তি’ পরিচালনা করেছে বি এইচ নিশান।

এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সিমি ইসলাম কলি। আরও আছেন আশিক চৌধুরী ও রিনা খান।

ঈদে দেশে, ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে ‘জংলি’

দীঘি আউট পূজা ইন

আলোচিত সেই ‘হেনা’র দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ, সঙ্গে নাঈম-শাবনাজ

ঈদে আসবে সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’

মান্নার জীবনী নিয়ে সিনেমা বানাবেন তাঁর স্ত্রী

রাজনৈতিক কারণে কলকাতায় বাতিল হলো ঋত্বিক ঘটকের সিনেমার প্রদর্শনী

কৌতূহল বাড়াল ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ফার্স্ট লুক

তুফানের পর শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’

শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমা