Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

পশ্চিমবঙ্গে একটি সিনেমা না করেও আনন্দবাজারের চোখে বর্ষসেরা পরীমণি

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গে একটি সিনেমা না করেও আনন্দবাজারের চোখে বর্ষসেরা পরীমণি

ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের চোখে বিনোদন ক্যাটাগরিতে বছরের সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যদিও এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। 

আনন্দবাজার পরীকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে, ‘অভিনেত্রী অনেকেই হন, কিন্তু নায়িকা হাতে গোনা। নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে এ দেশেও খ্যাত পরীমণি। এমন খুব বেশি দেখা যায় না। জয়া আহসান আছেন। আছেন সত্যজিৎ রায়ের ছবির ববিতাও। তাঁদের কথা আলাদা। এ বঙ্গের ছবিতে কাজ করে এখানে পরিচিতি। এই নায়িকা এ দেশের ছবি করেন না। শুধু বাংলাদেশে কাজ করেন। বসবাস সেখানেই। অল্প সময়ের মধ্যেই কাজ করেছেন বহু নামী পরিচালকের সঙ্গে। পর্দায় তাঁকে দেখতে পছন্দ করেন বহুজন। আবার তাঁর বর্ণময় জীবন ঘিরেও রহস্য, বিতর্ক, আগ্রহ কখনো কমে না। দেশের গণ্ডি ছাড়িয়ে পরীমণিকে নিয়ে উৎসাহ গড়িয়েছে এ বঙ্গেও। নায়িকার নতুন ছবি থেকে তাঁর ব্যক্তিগত জীবন, সবই এখানে চর্চার বিষয়। পরীমণির নতুন ছবি আসুক বা না-ই আসুক, তাঁর খবর চাই। নক্ষত্রদের ক্ষেত্রে যেমন হয় আর কি!’ 

অভিনেত্রী পরীমণি। ছবি: আনন্দবাজার অনলাইনপ্রতিবছরই খেলা, বিনোদন, বিজ্ঞান ও শিক্ষা ক্যাটাগরিতে সেরাদের ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে আনন্দবাজার পত্রিকা। গতকাল শুক্রবার পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের বিরোধী দল সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টালিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরস্কার নিতে মঞ্চে উঠে পরীমণি বলেন, ‘চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দুই জায়গাতেই দেখানো উচিত।’ 

আনন্দবাজারের চোখে বর্ষসেরা পরীমণি। ছবি: আনন্দবাজার অনলাইনঅনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পশ্চিমবঙ্গের আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্যপরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।

সাদা পোশাকের কালো থাবায় হারিয়ে যাওয়া মানুষদের গল্পে ‘আমলনামা’

বদল এল চলচ্চিত্র অনুদানের নীতিমালায়

ঈদ ও বৈশাখে আসছে মোশাররফের দুই সিনেমা

ঈদে আসছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র পর নতুন সিনেমায় হিমু, সঙ্গে সায়রা

কেমব্রিজে পৌঁছাল দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘ডিয়ার মাদার’

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার

তিন নায়কের লড়াই হবে ঈদে

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে