হোম > বিনোদন > সিনেমা

পিছিয়ে গেল ইমন-মমর ‘আগামীকাল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঘোষণা দেওয়া হয়েছিল মাস দুয়েক আগে। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তালিকায় মুক্তির তারিখও বসেছিল ছবিটির নামের সঙ্গে। ২৪ ডিসেম্বর মুক্তির জন্য প্রস্তুত ছিলেন নির্মাতাসহ ছবির অভিনয়শিল্পীরা। অনলাইন-অফলাইনে ওই দিনকে টার্গেট করে শুরু হয়েছিল প্রচার-প্রচারণা। তবে শেষ পর্যন্ত পিছিয়ে গেল ‘আগামীকাল’।

অঞ্জন আইচ নির্মিত এই ছবি ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নির্মাতা অঞ্জন জানিয়েছেন, মাসখানেক পিছিয়ে দেওয়া হয়েছে ‘আগামীকাল’ ছবির মুক্তির তারিখ। নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। অঞ্জন আইচ বলেছেন, ‘দু-এক দিনের মধ্যে আমরা সবাই একত্রে বসে নতুন মুক্তির তারিখ নিয়ে আলোচনা করব।’

কিন্তু কেন মুক্তির মাত্র এক সপ্তাহ আগে হঠাৎ করে এই সিদ্ধান্ত বদল? ‘আগামীকাল’-এর নির্মাতা অঞ্জন আইচ বলেন, ‘প্রযোজকসহ আমরা সবাই মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এটি বেশ বড় বাজেটের ছবি। তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক ছবির ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়া করে ছবি মুক্তি দিলে দর্শক জানতেই পারবে না। আমরা চাই এই ছবি মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’

‘আগামীকাল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালে। ঢাকার সাভার, কক্সবাজার, বান্দরবান, মানিকগঞ্জ ও গাজীপুরে শুটিং হয়েছে।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন ও জাকিয়া বারী মম। ইমন আছেন সদ্য পাস করা এমবিবিএস শিক্ষার্থী আর মমকে দেখা যাবে দরিদ্র পরিবারের অনাথ সন্তান হিসেবে।

‘আগামীকাল’ ছবিতে আরো অভিনয় করেছেন টুটুল চৌধুরী, সূচনা আজাদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তারিক স্বপন, সাবেরী আলম, সুজাত শিমুল প্রমুখ।

২৪ ডিসেম্বর ‘আগামীকাল’ মুক্তি না পেলেও ওই দিন সিনেমা হলে আসবে ‘মৃধা বনাম মৃধা’। এই ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নোভা।

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

সেকশন