বিনোদন ডেস্ক
কান চলচ্চিত্র উৎসব মানেই সারা বিশ্বের চলচ্চিত্র তারকাদের মিলনমেলা। বরাবরের মতো এবারের আসরেও লাল গালিচায় আলো ছড়াচ্ছেন বিভিন্ন দেশের খ্যাতনামা তারকারা। জমকালো এই আয়োজনে যুক্ত হয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ, জুলিয়ান মুর, ভায়োলা ডেভিসের মতো অভিনয়শিল্পীরা। আর কানে তারকাদের সেই সব ছবি শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার-ইনস্টাগ্রামে।