বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে মোহাম্মদ ইকবাল নির্মাণ করেছিলেন ‘কিলহিম’। এই সিনেমা দিয়েই প্রথম নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে অভিনয় করেন অনন্ত-বর্ষা। গত রোজার ঈদে মুক্তি পাওয়া কিলহিম প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। সেই অনুপ্রেরণা থেকেই ইকবাল নির্মাণ করবেন ‘কিলহিম ২’। এবার অনন্ত-বর্ষার সঙ্গে বাড়তি চমক হিসেবে থাকবেন বলিউড অভিনেতা নানা পাটেকর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিচালক ইকবাল।
ইকবাল জানান, তাঁর পরিচিত একজন তামিল পরিচালকের মাধ্যমে যোগাযোগ হচ্ছে নানা পাটেকরের সঙ্গে। কবে থেকে শুরু হবে কিলহিম সিনেমার শুটিং? এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘এখনো শুটিংয়ের তারিখ পরিকল্পনা করিনি। চিত্রনাট্য চূড়ান্ত হলে নানা পাটেকরের সঙ্গে চুক্তি হবে। এরপর অনন্ত ভাই ও তাঁর সঙ্গে বসে শুটিং শিডিউল চূড়ান্ত করব।’
কিলহিম ২ নিয়ে এই নির্মাতা বলেন, ‘সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা হবে কিলহিম ২। কিলহিমের চেয়েও বেশি অ্যাকশন থাকবে। আশা করছি, গতবারের মতো এবারও দর্শক আমাদের পাশে থাকবেন।’