তালেবানদের দখলে আফগানিস্তান। আইএস-এর ধারাবাহিক বোমা বিস্ফোরণে রক্তস্নাত কাবুল। নতুনকরে তালেবানদের শাসনে সবথেকে ভীত-সন্ত্রস্ত সেই দেশের নারী ও সংস্কৃতিকর্মীরা। তাঁদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। তাই নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে প্রাণে বাঁচতে চাইছেন সকলে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আফগান তরুণ নারী চিত্র পরিচালক রোয়া হায়দারি। দেশ ছেড়েই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেন তিনি।
নিজের একটি ছবি টুইট করে রোয়া হায়দারি লেখেন, ‘আমি আমার গোটা জীবনটা ছেড়ে চলে এলাম। আরও একবার আমার মাতৃভূমি ছাড়তে বাধ্য হলাম। আরও একবার শূন্য থেকে শুরু করতে হবে আমাকে। আমি কেবল আমার ক্যামেরা এবং একটি মৃত আত্মা নিয়ে সমুদ্র পাড় করেছি। ভারী হৃদয় নিয়ে, বিদায় মাতৃভূমি। ফের দেখা না হওয়া পর্যন্ত তোমাকে প্রতিদিন মিস করবো।