পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বলিউড নায়িকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এই মুহূর্তে রাজ রয়েছেন পুলিশ হেফাজতে। এদিকে এই মামলায় প্রতিদিনই উঠে আসছে নতুন তথ্য। পর্নোগ্রাফি কাণ্ডে রাজের সঙ্গে তাঁর স্ত্রী শিল্পা শেঠির কোনও যোগসূত্র রয়েছে কিনা তা অনুসন্ধান করছেন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। যদিও ক্রাইম ব্রাঞ্চের জেরার মুখে নিজের স্বামীকে নির্দোষ বলেই দাবি করেছেন শিল্পা।
এবার এই মামলা নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা মুকেশ খান্না। তিনি বলেন, ‘কে দোষী আর কে দোষী নয়, তা বলছি না। তবে ঘটনা যদি সত্যি হয়, তাহলে শিল্পা স্ত্রী হিসাবে তাঁর স্বামীর কাজ ও কোম্পানির বিষয়ে ১২০ শতাংশ নিশ্চয়তার সঙ্গেই জানেন। যদিও এটা বহু আগের সময় হত, তা হলে হয়তো তার কথা সত্য বলে মানতাম। আগে অর্ধাঙ্গিনীরা বাইরের খবর রাখতেন না। এখন স্ত্রী-রা ঘর ও ব্যবসা সব খবরই জানেন। রাজের বিরুদ্ধে অভিযোগ যদি সত্যি হয়, তাহলে শিল্পার উচিত স্বামীর বিরুদ্ধে গিয়ে সত্যিটা বলার ক্ষমতা রাখা।’