বিনোদন প্রতিবেদক, ঢাকা
শেষ হয়েছে ‘নয়া মানুষ’ চলচ্চিত্রের চিত্রধারণের কাজ। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজা’র চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি। ২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয় কিন্তু সুপার সাইক্লোন সিত্রাং এর তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। গত ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ এপ্রিল।
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন ‘প্রান্তিক মানুষদের যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে জীবন যাপন করতে হয় আমাদের তেমন সিত্রাং ঝর, বৃষ্টি, তীব্র তাপ দাহ মোকাবিলা করে কাজ করতে হয়েছে। আনন্দের ব্যাপার হচ্ছে কোন বাধাই আমাদের মনোবল নষ্ট পারে নাই ফলে সবার আন্তরিক প্রচেষ্টায় ও অমানবিক পরিশ্রমে সুন্দরভাবে শুটিং শেষ করতে পেরেছি। আমি ভাগ্যবান প্রথম চলচ্চিত্রে সবার এতটা সহযোগিতা পেয়েছি।’
সিনেমাটি মুক্তি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান নান্দনিক ফিল্ম এর প্রধান আ. মা. ম. হাসানুজ্জামান বলেন ‘প্রথম লটের ফুটেজ এর সম্পাদনার কাজ আমরা পূর্বেই শেষ করে রেখেছি। আশা করছি বাকি সম্পাদনা ও অন্যান্য কাজ আমরা দ্রুত শেষ করে এই বছরই চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারব।’