হোম > বিনোদন > সিনেমা

ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক

গত শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সিনেমা ‘সেলফি’। কিন্তু বক্স অফিসে হতাশ করছে সিনেমাটি। প্রথম দিনে ‘সেলফি’ আয় করেছে মাত্র ২.৫৫ কোটি রুপি। ২০০৯ সালের পর এটি অক্ষয়ের সর্বনিম্ন ওপেনিং। ব্যর্থতার দায় এবার নিজের কাঁধে নিলেন অক্ষয় কুমার। টেলিভিশন শো ‘আজতক’ এ দেওয়া অক্ষয়ের সাক্ষাৎকারের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

অক্ষয় কুমার বলেন ‘এমনটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে না। ক্যারিয়ারের একটা সময় এক টানা ১৬টা ছবি ফ্লপ হয়েছিল আমার। এরপর এমন একটা সময় গেছে যখন আমার পরপর ৮টা ছবি বক্স অফিসে চলেনি। এখন আবার টানা কয়েকটি ছবি বক্স অফিসে চলল না। এটা সম্পূর্ণ আমার ভুলের জন্যই হচ্ছে। দর্শক বদলে গেছে। ফলে সেই অনুযায়ী নিজেকেও বদলাতে হবে। নতুন করে সব শুরু করতে হবে, কারণ দর্শকেরা নতুন কিছু দেখতে চাইছে।’ 

এই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার বিষয়ে অক্ষয় বলেন, ‘এটা একটা বড় অ্যালার্ম। যদি আপনার সিনেমা না চলে, তাহলে সেটা আপনার ভুল। যখন একটানা আপনার ছবি ফ্লপ হতে থাকে, তখন এর অর্থ হল আপনার নিজেকে বদলাতে হবে। আমি চেষ্টা করছি আমাকে বদলানোর। আমি তো এখন এটাই করতে পারি।’ 

সিনেমা ফ্লপের দায় নিজের কাঁধে নিয়ে অক্ষয় বলেন, ‘কেউ দর্শকদের দায়ী করবেন না। এটা শতভাগ আমার দোষ। আমি ভুল সিনেমা বাছাই করেছি, এখানে দর্শকদের কোনো দোষ নেই।’ 

রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয়–ছাড়াও আরও অভিনয় করেছেন–ইমরান হাশমি, নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। সিনেমাটির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম এবং কেপ অফ গুড ফিল্মস। 

সামনে মুক্তির অপেক্ষায় আছে ‘ওএমজি: ওহ মাই গড ২ ’, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া, ‘ক্যাপসুল গিল’ এবং হেরা ফেরি সিরিজের পরবর্তী সিরিজের চলচ্চিত্র রয়েছে। দেখা যাক অক্ষয় কুমার তাঁর ভাগ্য ফেরাতে পারেন কিনা।

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিব অভিনীত ‘দরদ’

সেকশন