বৈচিত্রময় নাট্যদল পালাকার। দলটির প্রশংসিত নাটক ‘উজানে মৃত্যু’ এবার আসছে নতুনভাবে, নতুন সংস্করণে। আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।
নাটকের কলেবর বৃদ্ধির জন্য সৈয়দ ওয়ালীউল্লাহর অন্যান্য রচনার অংশ বিশেষ সংলাপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সৈয়দ ওয়ালীউল্লাহর রচনায় নাটকটির নির্দেশনা দিচ্ছেন তরুণ নির্দেশক শামীম সাগর।
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘উজানে মৃত্যু’ নাটকটিও ব্যতিক্রম নয়। পালাকার তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ প্রযোজনাতেও স্বভাবজাত নিরীক্ষায় সৈয়দ ওয়ালীউল্লাহকে নতুন করে চেনার প্রয়াস গ্রহণ করেছে।