হোম > বিনোদন > লোক-সংস্কৃতি

যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশিদের বসন্তবরণ উৎসব, গাইবেন এস আই টুটুল 

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অন্যতম ব্যস্ত শহর ডালাসে প্রায় ৪০ হাজার বাংলাদেশিদের বসবাস। উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসার নানান ব্যস্ততার মাঝেও বছরের বিশেষ সময়গুলোতে নিজেদের সংস্কৃতি ধরে রাখার আয়োজনেও ব্যস্ত হয়ে ওঠে এই কমিউনিটি। বসন্ত উৎসব এখানের এমনই এক আয়োজন।

আগামী ১০ ফেব্রুয়ারি আরভিং শহরের ট্র্যাভিস মিডল স্কুলে আয়োজিত হতে যাচ্ছে এবারের বসন্তবরণ উৎসব। গত ১০ বছর ধরে নিয়মিত আয়োজিত হওয়া এই উৎসবকে ঘিরে তাই ডালাসের প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

টেক্সাসের ডালাস-ফোর্ট ওয়ার্থ মেট্রোপ্লেক্সের বেশকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগেই মূলত আয়োজিত হয় এই উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ—নাচ, গান, আবৃত্তি, আর মঞ্চনাটক দিয়ে সাজানো মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। পারফরমারদের প্রায় সবাই শিক্ষার্থী। ১১ তম এই আয়োজনের মহড়া ও প্রস্তুতি ছাড়িয়ে গেছে বিগত সব বছরকে। এবারের বিশেষ আকর্ষণ জনপ্রিয় গায়ক এস আই টুটুলের সংগীত পরিবেশনা। তাঁর সঙ্গে যুক্ত হবেন তরুণদের প্রিয় ডিজে রাহাত। 

এবারের আয়োজনে প্রতিবারের মতই থাকছে হরেক রকম বাঙালি খাবার ও শাড়ি-গয়নার দোকান। দেশীয় মেলার আবহকে তুলে ধরতে ভেন্যুকে সাজিয়ে তোলা হবে নানা রঙে, নানা ঢঙে। 

মূলত তরুণদের আয়োজন হলেও এই উৎসবে বরাবরই হাজির থাকেন বিভিন্ন বয়স আর রুচির দর্শক। সবাই যেন আয়োজনে নিজেদের আনন্দ খুঁজে পান সে ব্যাপারে আয়োজকদের আপ্রাণ চেষ্টা চোখে পড়ার মতো। আয়োজকদের একজন বলেন, ‘এই আয়োজনকে আমরা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং বিদেশের মাটিতে নিজেদের সংস্কৃতিকে ধরে রাখার একটা প্রচেষ্টা হিসেবে দেখি। আমাদের পরের প্রজন্মের পাশাপাশি এখানের অন্যান্য সংস্কৃতির মানুষকেও আমাদের সংস্কৃতি সম্পর্কে জানানোর একটা প্রচেষ্টা এটি।’ 

তিনি আরও বলেন, ‘২০১৪ সালে শুরু হওয়া এই আয়োজনে প্রতি বছরেই কিছু না কিছু পরিবর্তন এসেছে। প্রতি বছরই আমরা আগের চেয়ে ভালো আয়োজন উপহার দিতে পেরেছি। আগামী বসন্তে এই আয়োজনের এক যুগ পূর্তি হবে। এ নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমাদের।’

লোকনাট্য উৎসব দিয়ে শিল্পকলা একাডেমির নতুন বছরের কর্মসূচি শুরু

‘শাহবাগের আড্ডায় ঈদ নিয়ে কথা বলাটা স্মার্ট মনে করা হতো না’

‘কেউ কারও কথা শুনছে না, চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছি’

শিল্পকলার মঞ্চে অভিনয় না করার অনুরোধ মহাপরিচালকের, ক্ষোভ জানালেন মামুনুর রশীদ

মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন শিমূল ইউসুফ, জাকারিয়া পদক জাহাঙ্গীর আলম

৩ দিনে ‘মার্ক্স ইন সোহো’ নাটকের ৫ প্রদর্শনী

শিল্পকলার সামনে পথনাটক করে নাট্যকর্মীদের প্রতিবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে হাবীবুল্লাহ বাহার কলেজে ‘কবর’ মঞ্চস্থ

লোকজ নৃত্য ও পুথিপাঠে ভৈরবে তিন দিনের পিঠা উৎসবের শুরু

যুদ্ধবিরোধী নৃত্য দিয়ে শিল্পকলায় শুরু ‘গণজাগরণের নৃত্য উৎসব’

সেকশন