Ajker Patrika
হোম > বিনোদন > হলিউড

গোল্ডেন গ্লোব বয়কটের ডাক দিলেন স্কারলেট

বিনোদন ডেস্ক

গোল্ডেন গ্লোব বয়কটের ডাক দিলেন স্কারলেট

ঢাকা: দেশি-বিদেশি সিনেমা ও টিভি অনুষ্ঠানের জন্য পুরস্কার প্রদানের আসর গোল্ডেন গ্লোব। অস্কারের পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত পুরস্কার। ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটি আয়োজন করে আসছে। এই সংগঠনের বিরুদ্ধে বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ এনে গোল্ডেন গ্লোব বয়কটের ডাক দিয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন।

শনিবার এক বিবৃতিতে তিনি সবাইকে গোল্ডেন গ্লোব বয়কটের অনুরোধ করেন। ৩৬ বছর বয়সী এই তারকা এর আগে পাঁচবার গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

স্কারলেট জোহানসন। ছবি: টুইটারহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনে আছেন ৯০ জন সাংবাদিক, যাঁরা গোল্ডেন গ্লোব বিজয়ীদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। কিন্তু এই ৯০ জনের সবাই শেতাঙ্গ। কৃষ্ণাঙ্গ কাউকে রাখা হয়নি কমিটিতে। কম গুরুত্ব দেওয়া হয়েছে নারীদেরকে। উপেক্ষিত এলজিবিটি কমিউনিটির সদস্যরাও।

এ কারনেই আপত্তি জানিয়েছেন স্কারলেট জোহানসন। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সংগঠনটি এ বিষয়ে তাঁদের নীতিমালা পরিবর্তন না করবে, আমার মনে হয় সবারই উচিত এ আয়োজনে অংশ নেওয়া থেকে বিরত থাকা।’

এ বছরের ফেব্রুয়ারিতে আরও একবার তোপের মুখে পড়েছিল হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগঠনে কোনো কৃষ্ণাঙ্গ সদস্য নেই, এটা প্রকাশ হওয়ার পর অনেকেই তীব্র সমালোচনা করেছিলেন। এতদিন পরে এসে ওই সমালোচনা নতুন করে উষ্কে দিলেন ‘ম্যারেজ স্টোরি’ তারকা।

স্কারলেট জোহানসন। ছবি: টুইটার

এছাড়া স্কারলেট জোহানসন জানিয়েছেন গোল্ডেন গ্লোবে অংশ নিতে গিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা। বলছেন, ‘সিনেমার প্রচারের জন্য অভিনেত্রী হিসেবে আমাকে বিভিন্ন সংবাদ সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে যেতে হয়। অতীতে এই অনুষ্ঠানে গিয়ে আমাকে নানারকম যৌনতাবাদী প্রশ্নের মুখে পড়তে হয়েছে। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যরাই এসব প্রশ্ন করেছেন। যেগুলো রীতিমতো যৌন হয়রানির পর্যায়ে পড়ে। এ কারণে গত কয়েকবছর ধরে আমি তাঁদের কোনো সংবাদ সম্মেলনে যাই না।’

স্কারলেট জোহানসনের এই বয়কটের ডাককে সমর্থন করেছেন অস্কার নমিনেশনপ্রাপ্ত তারকা মার্ক রাফালো। গোল্ডেন গ্লোবের আসরে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন তিনি। মার্ক বলছেন, ‘আমি জানি এটা খুবই সত্য কথা।’ গোল্ডেন গ্লোব আয়োজকদের এমন দৃষ্টিভঙ্গিকে ‘হতাশাজনক’ বলছেন তিনি। সঙ্গে এটাও বলছেন, ‘গোল্ডেন গ্লোব পেয়ে আমার সম্মানিত হওয়ার কথা। কিন্তু কোনোভাবেই তা হতে পারছি না।’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে নতুন ‘ক্যাপ্টেন আমেরিকা’

নোলানের সিনেমার জন্য পিছিয়ে গেল ‘স্পাইডার-ম্যান ফোর’

বদলে গেল জেমস বন্ডের ছয় দশকের পুরোনো ঘর

পরিচালনায় কেট উইন্সলেট

বিতর্কের আগুনে পুড়ছে কার্লা সোফিয়ার অস্কারের স্বপ্ন

অস্কারের মনোনয়ন ঘোষণা, ১৩টি মনোনয়ন পেয়ে শীর্ষে ‘এমিলিয়া পেরেজ’

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য লিওনার্দোর ১০ লাখ ডলার অনুদান

বাতিল হচ্ছে না অস্কার আয়োজন

দাবানলে নিঃস্ব বন্ধুদের বাড়ির দরজা খুলে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি