বিনোদন ডেস্ক
স্থানীয় সময় রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অস্কার আয়োজন চলাকালীন বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন। তাদের মুখে ছিল ইসরায়েলবিরোধী স্লোগান। সানসেট বুলেভার্ড এবং হাইল্যান্ড অ্যাভিনিউয়ের কাছে তাঁদের অবস্থান ও প্রবেশপথে বাধা দেওয়ায় নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে শুরু হয় অস্কার সম্প্রচার।
কিন্তু অস্কার ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকায় মূল অনুষ্ঠানের তেমন কোনও ব্যাঘাত ঘটেনি। তবে বিক্ষোভকারীদের রাস্তায় অবস্থানে সৃষ্ট ট্রাফিক জ্যামে কিছু তারকার অনুষ্ঠানে উপস্থিত হতে দেরি হয়েছে। অনেক তারকাকেই হেঁটে ডলি থিয়েটারে পৌঁছাতে হয়েছে।
মানবতার পক্ষে অবস্থানের আহ্বান ও বাণীর রেশ পড়ে অস্কারের লাল গালিচাতেও। গাজায় হামলা বন্ধের আহ্বান জানান মিসরীয় বংশোদ্ভূত আমেরিকান কমেডি অভিনেতা গোল্ডেন গ্লোব পুরস্কার জয়ী রেমি ইউসেফ। লাল রঙের একটি পিন পরে যুদ্ধবিরতির পক্ষে প্রতীকী প্রতিবাদ করেন তিনি। তিনি ছাড়াও ফিলিস্তিনের সমর্থনে বিলি আইলিশ, মাহেরশালা আলি, মার্ক রাফালো সহ অনেক তারকাই লাল পিন পরেছেন।