ঢাকা: হলিউডের যত অ্যান্টি হিরোর সিনেমা রয়েছে তার মধ্যে জোকারের নাম শুরুতেই চলে আসে। ছবিটি শুধু দর্শকপ্রিয়তাই নয়, এরই মধ্যে জয় করে নিয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারও। তুমুল জনপ্রিয় এই সিনেমাটি নতুন স্পিন-অফ নিয়ে বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে।
‘জোকার’ সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে। প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিসি। জানা গেছে, ‘জোকার টু’-তে তিন রূপে দেখা যাবে ‘জোকার’ চরিত্রটিকে। ‘জোকার টু’-তে সহ-লেখক হিসেবে থাকছেন টোড ফিলিপস। ‘জোকার’ চরিত্রে এবারও দেখা যাবে হোয়াকিন ফিনিক্সকে। ডিসির কমিক ‘ব্যাটম্যান: থ্রি জোকার্স’ অবলম্বনে তৈরি হতে যাচ্ছে ‘জোকার টু’। তিন রূপে দেখা যাবে ‘জোকার’ চরিত্রটি। এই তিন চরিত্রের নাম দেয়া হয়েছে ‘ক্রিমিনাল’, ‘ক্লাউন’ ও ‘কমেডিয়ান।’ এক ‘জোকার’-এর ভিন্ন ভিন্ন রূপ এগুলো।