অনলাইন ডেস্ক
২০০৯ সালে মুক্তি পেয়েছিল জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার’ সিনেমা। ১৩ বছর পর ২০২২ সালে মুক্তি পায় এই সিনেমার সিক্যুয়াল ‘অ্যাভাটার-টু’। তবে এখনো মুক্তি পায়নি ‘অ্যাভাটার-থ্রি’।
ঘোষণা অনুযায়ী, অ্যাভাটার-থ্রি মুক্তি পাবে ২০২৫ সালে। তিন নম্বর সিক্যুয়াল এখনো মুক্তি না পেলেও এই সিনেমার ছয় ও সাত নম্বর সিক্যুয়ালের কাহিনিও জেমস ক্যামেরনের মাথায় চলে এসেছে। গত ৪ ফেব্রুয়ারি দ্য পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ক্যামেরন নিজেই।
এ বিষয়ে ডেইলি কলারের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫১তম বার্ষিক স্যাটার্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেমস ক্যামেরন। সুযোগ বুঝে সেখানেই টাইটানিক পরিচালকের একটি সাক্ষাৎকার নেয় দ্য পিপল ম্যাগাজিন। এ সময় ক্যামেরন দাবি করেন, অ্যাভাটারের পাঁচ নম্বর পর্যন্ত কাহিনি লেখা হয়ে গেছে। আর ছয় ও সাত নম্বর সিক্যুয়ালের কাহিনিও মাথায় চলে এসেছে। তবে সেগুলোর মুক্তির সময়সীমা উল্লেখ করতে গিয়ে কৌতুক করে তিনি বলেন, ‘সম্ভবত সেই সময়টিতে আমাকে লাঠি হাতে নিয়ে চলতে হবে।’
অ্যাভাটার সিনেমার সিক্যুয়াল এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো কাজ করেছে—জানতে চাইলে পরিচালক বলেন, ‘স্টার ট্র্যাক, স্টার ওয়ার্সের মতো বিশ্ব বিনির্মাণের সিনেমাগুলো আমার শৈশব থেকেই চলে আসছে। এগুলোই ছিল আমার অনুপ্রেরণা।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাভাটার সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউও। কথোপকথনে যোগ দেন তিনিও। দ্য পিপলকে ল্যান্ডাউ বলেন, ‘আমাদের আরও গল্প বলার আছে। আমি বলতে চাইছি, আমরা গল্প নিয়ে আসার চেষ্টা করছি, এমন নয়। তিনি (ক্যামেরন) গল্পগুলো পেয়েছেন এবং আমরা আরও চারটি সিক্যুয়ালজুড়ে এটি তৈরি করার পরিকল্পনা করেছি।’
সাক্ষাৎকারে ক্যামেরন উল্লেখ করেন, অ্যাভাটারের প্রথম দুটি সিনেমা সফল হয়েছিল। শুধু তাই নয়, সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এক নম্বরে আছে ‘অ্যাভাটার’ এবং তিন নম্বরে আছে ‘অ্যাভাটার-টু’।
জানা গেছে, ২০২৫ সালে অ্যাভাটার-থ্রি মুক্তি দেওয়ার পর ‘অ্যাভাটার-ফোর’ মুক্তি পাবে ২০২৯ সালে। দুই বছর পর ২০৩১ সালে মুক্তি পেতে পারে ‘অ্যাভাটার-ফাইভ’।