বিনোদন ডেস্ক
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব সানড্যান্সে প্রদর্শিত হতে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়ার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট’। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির গল্পও মালিয়ার লেখা। চলচ্চিত্রটি মার্কিন শর্ট ফিকশন ক্যাটাগরিতে উৎসবে অংশ নিচ্ছে।
চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী আগামী বুধবার, সপ্তাহজুড়ে এটি প্রদর্শিত হবে। সানড্যান্স জানিয়েছে, মালিয়ার ‘দ্য হার্ট’ এবার আয়োজনে শর্ট ফিল্ম প্রোগ্রাম ১–এ প্রদর্শিত হবে।
এ নিয়ে হলিউড রিপোর্টারকে দেওয়া এক ভিডিও বার্তায় মালিয়া ওবামা (২৫) বলেন, সিনেমার গল্পটি মাকে হারানো এক নিঃসঙ্গ ছেলের জীবনযাপনকে কেন্দ্র করে। গভীর শোক ও নিঃসঙ্গতার মধ্যে তিনি মায়ের এক অদ্ভুত অনুরোধ তাঁকে রক্ষা করতে হয়।
‘দ্য হার্ট’ এর আগে টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। সেখানে এটি সেরা লাইভ অ্যাকশন শর্ট বিভাগে পুরস্কার জিতেছে। এ ছাড়া মালিয়া এর আগে ডোনাল্ড গ্লোভার প্রযোজিত সিরিজ ‘দ্য সোয়ার্ম’ এ লেখক হিসেবে কাজ করেন।
এ ছাড়া ‘ওয়ার্কিং: হোয়াট উই ডু অল ডে’ প্রামাণ্যচিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন বারাক ওবামা। চলতি মাসেই সেরা নেপথ্য কণ্ঠ হিসেবে দ্বিতীয়বার ক্রিয়েটিভ আর্টস অ্যামি জিতেছেন তিনি।