‘মিশন ইমপসিবল’ ছবির শুটিংয়ে টম ক্রুজ এখন লন্ডনে। কাজের ফাঁকে এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন টম। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। রেস্তোরাঁর বাইরে ঘণ্টাখানেকের মধ্যে ভিড় জমে যায়। খবর পেয়ে এসে যায় পুলিশও। কিন্তু ভক্তরা পুলিশের বারণ মানতে নারাজ। শেষে টম পুলিশকে অনুরোধ করেন ভক্তদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার। টম ভক্তদের উদ্দেশে বলেন, ‘যে যাঁর জায়গায় দাঁড়িয়ে থাকুন। আমিই আপনাদের কাছে আসব।’ টম একে একে সব ভক্তের সঙ্গে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কথা বলেন এবং ভক্তদের প্রশ্নের উত্তরও দেন। সেখানে ঘণ্টাখানেক সময় দেন তিনি।