হোম > বিনোদন > হলিউড

অস্কার মঞ্চে ক্রিস রককে চড়, আট মাস পর যা বললেন উইল স্মিথ

বিনোদন ডেস্ক

চলতি বছরের মার্চে অস্কারের মঞ্চে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন হলিউড অভিনেতা উইল স্মিথ। তখন তিনি নানা রকম সমালোচনার মুখোমুখি হন, অস্কার গালা এবং অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠানে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে। 

সেই ঘটনার প্রায় আট মাস পর প্রথমবারের মতো মুখ খুললেন স্মিথ। ‘দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহ’ নামের একটি অনুষ্ঠানে তিনি বলেন, রাগের বশবর্তী হয়েই তিনি ক্রিস রককে চড় মেরেছিলেন। 

অস্কারের সেই রাতকে তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ রাত বলে আখ্যা দিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘আমি সে রাতে কীসের মধ্য দিয়ে গিয়েছি, সেটা আপনারা কেউ জানেন না, অবশ্যই আমি আমার আচরণের পক্ষে এখানে কোনো সাফাই গাইছি না।’ 

স্মিথের মতে, ‘আমার মনে হয়, একজন কখনোই জানবে না, অন্যজন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’ যদিও সেই পরিস্থিতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি অভিনেতা। 

স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে রসিকতা করার কারণে গত ২৭ মার্চ অস্কার অনুষ্ঠান চলাকালীন কৌতুক অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন উইল স্মিথ। তাঁর স্ত্রী অ্যালোপেশিয়া রোগের কারণে মাথার চুল হারিয়েছিলেন। তাই এমন একটি স্পর্শকাতর বিষয়ে রসিকতা নিয়ে স্মিথ মাথা ঠান্ডা রাখতে পারেননি। 

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য লিওনার্দোর ১০ লাখ ডলার অনুদান

বাতিল হচ্ছে না অস্কার আয়োজন

দাবানলে নিঃস্ব বন্ধুদের বাড়ির দরজা খুলে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি

গল্প চুরির অভিযোগে মামলা

আমার যখন সন্তান হবে, তখন অভিনয় ছেড়ে দেব: হলিউড অভিনেতা

সত্যি হলো টম হল্যান্ড-জেন্ডায়ার বাগদানের গুঞ্জন

গোল্ডেন গ্লোবসে চমক দেখাল ‘এমিলিয়া পেরেজ’

গোল্ডেন গ্লোবে আলো ছড়ালেন ৬২ বছর বয়সী অভিনেত্রী ডেমি মুর

৮ বছরের আইনি লড়াইয়ের অবসান, বিচ্ছেদের নথিতে ‘ব্র্যাঞ্জেলিনার’ শেষ সই

সেকশন