যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা ২০২৩ ’। বরাবরের মতো এবারও তারকারা হাজির হয়েছিলেন বিচিত্র ও জমকালো সব পোশাক পরে। এবারের থিম ছিল জার্মানির বিখ্যাত ফ্যাশন ডিজাইনার কার্ল লাজেরফেল্ডের কাজ। ২০১৯ সালে মারা গেছেন এই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। ‘মেট গালা ২০২৩’ আয়োজনে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে। এবারের মেট গালায় কোন তারকা কেমন সেজে এসেছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
ফ্যাশন ডিজাইনার কার্ল লাজেরফেল্ডকে শ্রদ্ধা জানাতে তাঁর ছবিসংবলিত পোশাক পরেন হলিউড অভিনেতা জেরেমি পোপ। ছবি: এএফপি
২০২৩ সালের মেট গালায় প্রথমবার ডাক পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মেট গালার লাল গালিচায় আলিয়া হাজির হলেন এক্কেবারে যেন সাদা পরির সাজে। ছবি: টুইটার
আবারও মেট গালার মঞ্চে দ্যুতি ছড়ালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস। কালো ভ্যালেন্টিনো পোশাকের সঙ্গে হিরার নেকলেস বেছে নিয়েছিলেন অভিনেত্রী। আর নিক একটি সাদা শার্ট, কালো প্যান্টের সঙ্গে মানানসই টাই ও জ্যাকেট পরেছিলেন। ছবি: এএফপি
বিড়ালসদৃশ পোশাকে সবার দৃষ্টি কাড়েন অভিনেতা জ্যারেড লেটো। ছবি: এএফপি
চোখধাঁধানো মুক্তার পোশাকে কিম কার্দাশিয়ান। ছবি: এএফপি
লাল শার্টের সঙ্গে কালো শর্টস আর টাই এবং তার ওপরে একটি লম্বা লাল কোট চাপিয়ে হ্যান্ডসাম লুকে অভিনেতা পেড্রো পাস্কাল। ছবি: টুইটার
কালো আর হালকা গোলাপি পোশাকে বরাবরের মতো আবেদনময়ী জেনিফার লোপেজ। ছবি: টুইটার
রুপালি রঙের পোশাকের সঙ্গে বিড়ালসদৃশ অনুষঙ্গে দোজা ক্যাট নজর কাড়েন পাপারাজ্জিদের। ছবি: টুইটার
সাদা ফুলের ডিজাইনের গাউনে দ্যুতি ছড়িয়েছেন সংগীতশিল্পী রিয়ান্না। ছবি: টুইটার
সংগীত তারকা লিল নাস এক্সের ন্যুড সাজ অনেকটা চমক ছিল এবারের মেট গালায়। ছবি: এএফপি