বিনোদন ডেস্ক
বিতর্কিত ধর্মগুরু জিম জোনসকে নিয়ে ছবি হচ্ছে হলিউডে। জোনসের চরিত্রে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবির চিত্রনাট্য লিখেছেন স্কট রোজেনবার্গ। ছবিটি প্রযোজনা করবেন হলিউডের মেট্রো গোল্ডেন মায়ার।
জিম জোনস নিজেকে ঈশ্বর ভাবতেন। ৯১৮ জন মানুষকে খুন করেছিলেন সায়ানাইড খাইয়ে। এর মধ্যে ৩০৪ জন শিশুও ছিল। জিম জোনস নিজেকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেও দাবি করতেন।
হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, জিম জোনসের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবির সহ-প্রযোজক হিসেবেও থাকবেন ডিক্যাপ্রিও।
গায়ানার জঙ্গলে নিজের অনুসারীদের নিয়ে আলাদা বসতি গড়ে তুলেছিলেন জোনস। বিশেষজ্ঞদের মতে, এটি আত্মহত্যা নয়, বরং খুন।
আগামী ১০ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ডিক্যাপ্রিও অভিনীত ছবি ‘ডোন্ট লুক আপ’। অ্যাডাম ম্যাককের এ ছবিতে ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। এ ছাড়া, কিছুদিন আগে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির শুটিং শেষ করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
অস্কারের জন্য সাতবার মনোনয়ন পাওয়া এই শিল্পী ২০১৬ সালে ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য জেতেন সেরা অভিনেতার অস্কার। আজ এ অভিনেতার জন্মদিন।