বিনোদন ডেস্ক
যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত হলো ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৭তম আসর। আর এবারের বাফটায় যেন শুধুই ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার সিনেমার জয়জয়কার। সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা থেকে শুরু করে মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।
এবারের বাফটা অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার পেয়েছে ‘ওপেনহাইমার’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে সিনেমাটি।
সেরা সিনেমা: ওপেনহাইমার
সেরা ব্রিটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট
ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা ডেবিউ: আর্থ মামা। এই ছবির জন্য সাভানা লিফ সেরা পরিচালক এবং লেখকের পুরস্কার পেয়েছেন, শার্লি ও কনোর এবং মেডবি রিওরডান প্রযোজকের পুরস্কার পেয়েছেন।
ইংরেজি ব্যতীত সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিপুল
সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান—ওপেনহাইমার
সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব এ ফল
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা সহ-অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ
সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র
সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স
সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার
সেরা এডিটিং: ওপেনহাইমার
সেরা পোশাক: পুওর থিংস
সেরা মেকআপ এবং চুল: পুওর থিংস
সেরা মৌলিক গান: ওপেনহাইমার
সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস