হোম > বিনোদন > হলিউড

ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটালেন আর্নল্ড শোয়ার্জনেগার

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রিয় হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। শুক্রবার ক্যালিফোর্নিয়ার সানসেট এবং অ্যালানফোর্ড অঞ্চলে আর্নল্ডের গাড়ি সজোরে ধাক্কা মারে অন্য একটি গাড়িকে। এতটাই যে একটি গাড়ি অন্যটির উপর প্রায় উঠে যায়! দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক নারী। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ফক্স নিউজ ডিজিট্যালকে জানিয়েছেন লস এঞ্জেলস পুলিশের ড্রেক ম্যাডিসন নামের এক অফিসার।

বলা যায়, অক্ষত আছেন হলি-তারকা। দুর্ঘটনায় আহত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হননি। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে এক ভিডিও ভাইরাল হয়েছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে, ‘দেখে মনে হয়েছিল কোনও ছবির ভয়ংকর স্টান্টের দৃশ্য দেখছি।’

জনপ্রিয় সংবাদসংস্থা থার্টি মাইল জোন জানিয়েছে, দুর্ঘটনাটি বেশ বড়সড়ই হয়েছে। এতটাই যে তারকার গাড়ি যেই গাড়িটিকে ধাক্কা দিয়েছেন সেই গাড়িটির চালকের শারীরিক অবস্থা সঙ্কটজনক। মাথা ফেটে রক্তও বেরিয়েছে। এরপর দুর্ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স করে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক তদন্তে মনে হয়েছে দুর্ঘটনার পিছনে গাফিলতি ছিল ‘টার্মিনেটর’ তারকার। সিগন্যালে লাল আলো থাকা সত্বেও ডান দিকে গাড়ি ঘোরানো হয়েছিল হলিউড তারকার। অন্যদিকে, আর্নল্ডের মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছে সুস্থ রয়েছেন বর্ষীয়ান তারকা। তবে তিনি এইমুহূর্তে দুর্ঘটনায় আহত নারী স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়