বিনোদন ডেস্ক
মাত্র চার বছর বয়সে শিশু শিল্পী হিসেবে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন এলিজাবেথ ওলসেন। এরপর থেকে টিভি সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করেন তিনি। ২০ বছর বয়সে ‘সাইলেন্ট হাউস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পরিসরে তাঁর অভিনয়ের সুযোগ আসে। চলচ্চিত্রটি বেশ প্রশংসিতও হয়। একই বছর পরপর আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করেন এলিজাবেথ।
২০১১ সালে থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘মার্থা মার্সি মারলিন’ অভিনয় করে হলিউড জুড়ে পরিচিতি পান এলিজাবেথ। ২০১৪ সালে এলিজাবেথ ওলসেন অভিনয় করেন সারা বিশ্বে আলোড়ন তোলা চলচ্চিত্র ‘গডজিলা’য়। চলচ্চিত্রটি যেমন অর্জন করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা, পাশাপাশি এলিজাবেথকেও এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি।
গডজিলা, অ্যাভেঞ্জার্সের বাইরেও বেশ সফল অভিনেত্রী হিসেবেই তাঁকে আরও বিভিন্ন চলচ্চিত্রে দেখা যায়। এর মধ্যে—ভেরি গুড গার্লস, লিবারেল আর্টস, আই স দ্য লাইট, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, উইন্ড রিভার অন্যতম।
গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’–এ এলিজাবেথকে দেখা যায়। চলচ্চিত্রটি মুক্তির প্রথম মাসেই ৮৭ কোটি ৩০ লাখ ডলারেরও বেশি আয় করে।