বিনোদন ডেস্ক
ঢাকা: আবার ভয় দেখাতে এসেছে কনজুরিং। ৪ জুন মুক্তি পেয়েছে কনজুরিং সিরিজের তিন নম্বর ছবি ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’। পিশাচের খোঁজে নতুন কেস পেয়েছে অ্যাডওয়ার্ড ও লরেন ওয়ারেন।
১৯৮১ সালে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়া আর্নে জনসনের জীবনের বাস্তব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ছবিটি। পরিচালক মাইকেল কেভসের দাবি, কনজুরিং সিরিজের এই ছবিটিই সবচেয়ে ভয়ের।
তদন্তে নেমে জানা যায়, ওই যুবকের জীবনে ঘটে গেছে নানা অলৌকিক ঘটনা। আর যেখানেই অলৌকিক ঘটনা, সেখানেই উপস্থিত হয় অ্যাড ও লরেন জুটি। ভূতগ্রস্ত যুবককে বাঁচাতে সব রকমের অলৌকিক শক্তিকে নির্মূল করার পদক্ষেপ নেয় তারা।
দেখে নিন ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ সিনেমার ট্রেলার:
ছবিতে অ্যাড ও লরেনের ভূমিকায় অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা। তিনটি অ্যানাবেল, দ্য নান ও দুটি কনজুরিং–এর পর এটি কনজুরিং গোত্রের সাত নম্বর ছবি। বক্স অফিসেও ছবিগুলোর বাজার এককথায় অসাধারণ। ‘কনজুরিং ৩’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সেও।