হোম > বিনোদন > হলিউড

ফিলিস্তিনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি, গাজাবাসীর সুরক্ষা নিশ্চিতের আহ্বান

বিনোদন ডেস্ক

অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: ইনস্টাগ্রাম

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারিত হয় তাঁর কণ্ঠে। গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, তা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হননি তিনি। এবার আবার ফিলিস্তিনের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করলেন জোলি।

সম্প্রতি ডক্টরস উইদাউট ফ্রন্টিয়ারস নামের একটি মানবিক সাহায্য সংস্থা তাদের প্রতিবেদনে ফিলিস্তিনের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। গাজার পরিস্থিতিকে গণকবরের সঙ্গে তুলনা করেছে সংস্থাটি। জানিয়েছে, ফিলিস্তিনি ও তাদের যারা সহায়তা করছে, তাদের জন্য গাজা হয়ে উঠেছে একটি গণকবর। তাদের এ বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

বিবৃতিতে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান, স্থল ও সমুদ্র আক্রমণের নিন্দা জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে, অন্যদিকে মানবিক সাহায্যের সব পথও বন্ধ করে দেওয়া হচ্ছে। এভাবে পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের জীবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।

ইসরায়েলি বাহিনীর এই অব্যাহত আক্রমণের নিন্দা জানিয়েছেন জোলি। ফিলিস্তিনের সাধারণ মানুষ ও সেখানে কর্মরত মানবিক কর্মীদের রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এর আগেও একাধিকবার কথা বলেছেন অ্যাঞ্জেলিনা জোলি। বছর দেড়েক আগে ফিলিস্তিন ইস্যুতে বিশ্বনেতাদের একহাত নিয়েছিলেন তিনি। ওই সময় তিনি বলেছিলেন, গাজা প্রায় দুই দশক ধরে একটি উন্মুক্ত কারাগার এবং দ্রুত গণকবরে পরিণত হচ্ছে। নিহতদের ৪০ শতাংশ শিশু। অথচ বিশ্ব তাকিয়ে দেখছে। অনেক দেশের সরকারের সক্রিয় সমর্থনে এটা ঘটানো হচ্ছে। ফিলিস্তিনিরা খাদ্য, ওষুধ আর মানবিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্বনেতারা এই অপরাধে জড়িয়েছেন।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়