হোম > বিনোদন > হলিউড

‘অ্যাভাটার’–এ থাকবেন ভিন ডিজেল?

বিনোদন ডেস্ক

ঢাকা: জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবির আরও চারটি সিক্যুয়েল আসবে। সিক্যুয়েল ঘোষণার পর থেকেই ভক্তরা অপেক্ষায় আছেন কবে আসবে আবার ‘অ্যাভাটার’।

কারা অভিনয় করবেন এ ছবির পরের পর্বগুলোতে, সেটা নিয়েও যথেষ্ট কৌতূহল আছে। শোনা যাচ্ছে, ‘অ্যাভাটার’–এ থাকবেন জনপ্রিয় হলিউড তারকা ভিন ডিজেলও। এই গুঞ্জন উসকে দিয়েছে অভিনেতার সাম্প্রতিক একটি মন্তব্য।

এমটিভির এক সাক্ষাৎকারে ভিন ডিজেলকে প্রশ্ন করা হয়েছিল, ‘``অ্যাভাটার'' সিনেমায় আপনার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। আপনি কি এই সিনেমার কোনো শুটিং করেছেন এর মধ্যে?’ উত্তরে তিনি যা জানিয়েছেন, তা বেশ কৌতূহল জোগায়।

ভিন ডিজেল বলেছেন, ‘জেমস ক্যামেরনের সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি, কিন্তু এখনো শুটিং করিনি। জেমস ক্যামেরনকে আমি পছন্দ করি। ``অ্যাভাটার''ও আমার খুব পছন্দের সিনেমা। হ্যাঁ, আগামীতে আমরা একসঙ্গে কাজ করছি, আমার মনে হয় এর চেয়ে বেশি বলা ঠিক হবে না।’

‘এখনো শুটিং করিনি’—ভিন ডিজেলের এ কথায় ভক্তরা আশার আলো দেখছেন। ধারণা করা হচ্ছে, `অ্যাভাটার'–এর পরের পর্বে দেখা যাবে তাঁকে।

২০১৮ সালে ঘোষণা দেওয়া হয়েছিল, ২০২২-এর ১৬ ডিসেম্বর ‘অ্যাভাটার’–এর দ্বিতীয় কিস্তি আসবে। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এই ছবির তৃতীয় কিস্তি মুক্তি পাবে। চতুর্থ পর্ব ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। আর পঞ্চম পর্ব আসবে ২০২–এর ২২ ডিসেম্বর।

বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ‘অ্যাভাটার’। কল্পকাহিনিনির্ভর লাইভ অ্যাকশন ছবি ‘অ্যাভাটার টু’তে থাকছেন জো সালদানা, সিগোর্নি ওয়েভার, স্যাম ওরদিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন। আরও থাকবেন কেট উইন্সলেট।

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য লিওনার্দোর ১০ লাখ ডলার অনুদান

বাতিল হচ্ছে না অস্কার আয়োজন

দাবানলে নিঃস্ব বন্ধুদের বাড়ির দরজা খুলে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি

গল্প চুরির অভিযোগে মামলা

আমার যখন সন্তান হবে, তখন অভিনয় ছেড়ে দেব: হলিউড অভিনেতা

সত্যি হলো টম হল্যান্ড-জেন্ডায়ার বাগদানের গুঞ্জন

গোল্ডেন গ্লোবসে চমক দেখাল ‘এমিলিয়া পেরেজ’

গোল্ডেন গ্লোবে আলো ছড়ালেন ৬২ বছর বয়সী অভিনেত্রী ডেমি মুর

৮ বছরের আইনি লড়াইয়ের অবসান, বিচ্ছেদের নথিতে ‘ব্র্যাঞ্জেলিনার’ শেষ সই

সেকশন