হোম > বিনোদন > হলিউড

ভেনিস চলচ্চিত্র উৎসবের বিজয়ীরা

পর্দা নামল বিশ্বখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল ১১ সেপ্টেম্বর এই উৎসবের সমাপ্তি হয়। এবারের ৭৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। ছবিটি পরিচালনা করেছেন অড্রে দিয়ান। ফরাসির এ নারী নির্মাতা নির্মাণে আসার আগে সাংবাদিকতার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখতেন।

তবে অ্যানি আরনাক্সের লেখা ‘হ্যাপেনিং’ নামে প্রকাশিত উপন্যাসকে ঘিরে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। এটি প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ‘হ্যাপেনিং ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি। ষাটের দশকে ফ্রান্সের এক মেধাবী ছাত্রীকে ঘিরে ছবির গল্প। অন্তঃসত্ত্বা হয়ে হুমকির মুখে পড়ে মেয়েটি। বৈধ কোনো উপায় না থাকায় অবৈধভাবে গর্ভপাত করানোর উপায় খুঁজতে শুরু করে সে।
‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। পেদ্রো আলমোদোভার পরিচালিত ‌‘প্যারালাল মাদার’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন।

উৎসবে সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ পেয়েছেন জেন চ্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‌‘দ্য হ্যান্ড অব গড’। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)।

একনজরে ৭৮তম আসরের পুরস্কারগুলো হলো:
গোল্ডেন লায়ন-
অড্রে দিয়ান (হ্যাপেনিং)
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি- পাওলো সরেত্তিনো ‌(দ্য হ্যান্ড অব গড)
সিলভার লায়ন পরিচালক- জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা চিত্রনাট্য- ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)
সেরা জুরি- ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো)
সেরা অভিনেতা- জন আর্চিলা (অন দ্য জব : দ্য মিসিং এইট)
সেরা অভিনেত্রী- পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদার)
সেরা উদীয়মান তারকা- অভিনেতা ফিলিপ্পো স্কত্তি (দ্য হ্যান্ড অব গড)

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়