হোম > বিনোদন > হলিউড

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

বিনোদন ডেস্ক

ক্যামেরন ডিয়াজ। ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। অভিনয়ে ক্যামেরন ডিয়াজ ও জেমি ফক্স। সিনেমাটির শিরোনামের সঙ্গে আশ্চর্য মিল ক্যামেরন ডিয়াজের বাস্তবজীবনের। তিনি অ্যাকশনে ফিরলেন, তা-ও ১০ বছর পর। ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমার পর হলিউড থেকে বিরতি নিয়েছিলেন তিনি। বন্ধ করেছিলেন প্রকাশ্যে আসা। এই দীর্ঘ সময় পরিবারকে কেন্দ্র করেই ছিল তাঁর সব ব্যস্ততা।

এক দশক বিরতির পর ব্যাক ইন অ্যাকশনে অভিনয় করলেও এখন থেকে নিয়মিত ক্যামেরার সামনে আসবেন কি না, নিশ্চিত নন ক্যামেরন ডিয়াজ। এম্পায়ার ম্যাগাজিনকে তিনি জানান, আর কখনো সিনেমায় অভিনয় না করার অধিকার যেমন তাঁর রয়েছে, তেমনি ভবিষ্যতে যেকোনো প্রস্তাবে হ্যাঁ বলার অধিকারও রয়েছে। নিয়মিত অভিনয়ের বিষয়ে এখনো ভাবছেন না তিনি।

ক্যামেরন ডিয়াজ বলেন, ‘আর কোনো সিনেমায় অভিনয় করব, এমন ভাবনা ছিল না। আমি নিজের জীবন নিয়ে ভালো আছি। এর মধ্যে একদিন জেমি ফক্স ফোন করে আমাকে। তাকে না বলার ক্ষমতা আমার ছিল না। কারণ, ইন্ডাস্ট্রিতে যদি এমন কোনো অভিনেতা থাকে, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে মাসের পর মাস সেটে হেসেখেলে কাটাতে পারি; সে জেমি ফক্স।’ উল্লেখ্য, বিরতির আগে ডিয়াজের সর্বশেষ সিনেমা অ্যানিও ছিল জেমির সঙ্গে।

ব্যাক ইন অ্যাকশন সিনেমায় ডিয়াজ অভিনয় করেছেন এমিলি চরিত্রে। ফক্সের চরিত্রের নাম ম্যাট। দুজনই সিআইএর সাবেক গুপ্তচর।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়