হোম > বিনোদন > হলিউড

১৬ বছর পর একসঙ্গে ব্র্যাড পিট ও জর্জ ক্লুনি

হলিউডের অন্যতম দুই বড় তারকা আবার একসঙ্গে কাজে ফিরেছেন। ১৬ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। জন ওয়াটস পরিচালিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘উলভস’-এ দেখা যাবে তাঁদের। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে মুক্তি পাবে সিনেমাটি।

দুই সুপারস্টারকে একসঙ্গে নিয়ে সিনেমার ট্রেলার সামনে আসতেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় একবাক্যে প্রায় সবাই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা শুরুর কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এত দিন ধরে এ রকমই একটা রি-ইউনিয়নের অপেক্ষায় ছিলাম। ভীষণ রোমাঞ্চিত।’ অন্য একজনের মন্তব্য, ‘আমার চোখে সুপারহিরোদের মুভি তো এটাই। দুই পছন্দের তারকাকে একসঙ্গে দেখতে পাব। ভিজ্যুয়াল ট্রিট আর দারুণ একটা মুভির অপেক্ষায় রইলাম।’

সিনেমার ট্রেলারের ঝলকে দেখা গেছে, এক হত্যা রহস্য সমাধানের জন্য ফিক্সারের সাহায্য নেন এক নারী। তবে কোনো একজন নন, একসঙ্গে দুজন হাজির হন সেই কেসের সুরাহা করতে। একে অপরের সঙ্গে কাজ করার ইচ্ছা না থাকলেও প্রয়োজনের খাতিরে জর্জ ক্লুনি আর ব্র্যাড পিটকে একসঙ্গে কাজ শুরু করতে হয়। ‘লোন উলভ’ হয়ে কাজ করতে অভ্যস্ত হলেও একসঙ্গে ‘উলভস’ কীভাবে এই মৃত্যুরহস্যের সুরাহা করে, সেই খোঁজই ক্রমশ প্রকাশ্যে আসে।

দুই মেগাস্টারের পাশাপাশি অস্টিন আব্রামস, অ্যামি রায়ান, পূর্ণা জগন্নাথনের মতো অভিনেতারা রয়েছেন এই সিনেমায়। ২০০৮ সালে ‘বার্ন আফটার রিডিং’ সিনেমাতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। তাঁর আগে ‘ওশিয়ান ইলেভেন’ এবং সেই সিনেমার সিক্যোয়েলগুলোতে একসঙ্গে কাজ করেছিলেন হলিউডের দুই মেগাস্টার।

মাঝে ব্র্যাড পিটের সঙ্গে কাজ করার প্রসঙ্গে মজা করে জর্জ বলেছিলেন, ‘প্রিটি বয়ের সঙ্গে ফের কাজ করতে পেরে ভালো লেগেছে। মাঝে অনেকটা সময় কেটে গেছে।’

এমনিতে ব্যক্তিগত জীবনে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্র্যাড পিটের। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চলছে তাঁর, যা ক্রমশ আরও তিক্ত হয়ে উঠছে। এর মাঝেই কিছুদিন আগে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার মেয়ে ভিভিয়েনা তাঁর নাম থেকে ঝেড়ে ফেলেছেন পিট পদবি। গত বছর বড় মেয়ে জাহারার পর এবার আর এক মেয়েও বাবা ব্র্যাড পিটের পরিচয় ঝেড়ে ফেলে বেছে নিয়েছেন তাঁর মা অ্যাঞ্জেলিনা জোলির পরিচয়।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়