অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আসর। প্রতিবারের মতো এবারও সংগীতের অনন্য একটি যৌথ পরিবেশনা থাকবে। সুরের জাদুতে একসঙ্গে কারা মাতাবেন অস্কারের মঞ্চ, তার একটি তালিকা প্রকাশ করেছেন আসরের প্রযোজক উইল প্যাকার ও শাইলা কাওয়ান।
অনুষ্ঠানটি ২৭ মার্চ স্থানীয় সময় রোববার ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করবে এবিসি। এবিসি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে যৌথ পরিবেশনা থাকবে চার মার্কিন সংগীত তারকার। এই চার তারকা হলেন—পারকশনিস্ট ও গায়িকা শিলা ই., সংগীত পরিচালক ও বেজ গিটারিস্ট অ্যাডাম ব্ল্যাকস্টোন, ড্রামার ট্র্যাভিস বার্কার ও পিয়ানোবাদক রবার্ট গ্লাসপার।
এদিকে অস্কারের দিন যত ঘনিয়ে আসছে, সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ ততই তুঙ্গে। নানা জল্পনা-কল্পনা চলছে এবারের অস্কার নিয়ে। বিশেষ করে সেরা ছবি রয়েছে আলোচনার শীর্ষে। আলোচনায় একাধিক ছবি থাকলেও এগিয়ে আছে নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতার স্বীকৃতিসহ ১২টি বিষয়ে মনোনয়ন পেয়েছে ছবিটি।