বিনোদন ডেস্ক
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এই উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানিয়ে টুইটারে বার্তা দিয়েছেন হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও। বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও এনজিওগুলোকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক লিওনার্দো ডি ক্যাপ্রিও।
শুক্রবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় তিনি অভিনন্দন জানান বাংলাদেশ সরকারকে।
টুইট বার্তায় ডি ক্যাপ্রিও লিখেছেন, সেন্টমার্টিন দ্বীপের চারপাশে নতুন সামুদ্রিক সুরক্ষিত অঞ্চলের জন্য বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও এনজিওগুলোকে অভিনন্দন, যা জীববৈচিত্র্যের একটি অসাধারণ পরিমণ্ডলকে রক্ষা করবে এবং বাংলাদেশের একমাত্র প্রবাল প্রাচীরের জন্য প্রাকৃতিক আবাসস্থল জোগান দেবে।
তাঁর সবশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডোন্ট লুক আপ’-এ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর ওপর নেতিবাচক প্রভাবের বক্তব্য গুরুত্ব পেয়েছে। ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য অস্কারে সেরা অভিনেতা হয়েছেন তিনি। ওই ছবিতেও জলবায়ুর সংকটকে প্রাধান্য দেওয়া হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ক্যাপ্রিওর মার্টিন স্করসিস পরিচালিত ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিটি।
হলিউড সম্পর্কিত আরও পড়ুন: