হোম > বিনোদন > হলিউড

হলিউড তারকা সিডনি সুইনির সঙ্গে জুটি বাঁধছেন তামিল সুপারস্টার ধানুশ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮: ২১
তামিল সুপারস্টার ধানুশ ও হলিউড তারকা সিডনি সুইনি। ছবি: সংগৃহীত

রুশো ব্রাদার্সের রেড নোটিস সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। এবার শোনা যাচ্ছে হলিউড সিরিজ ইউফোরিয়া খ্যাত তারকা সিডনি সুইনির সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। সনি প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমায় সিডনির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ছবির নাম হতে পারে ‘স্ট্রিট ফাইটার’। এটি জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে নির্মিত হবে। যদিও ধানুশ এবং সিডনির কাস্টিং নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

হলিউড তারকা সিডনি সুইনি। ছবি: সংগৃহীত

জানা গেছে, সিনেমাটি ২০২৬ সালের ২০ মার্চ মুক্তি পাবে। একই দিনে রায়ান গসলিং অভিনীত অ্যামাজন এমজিএম স্টুডিও প্রযোজিত প্রজেক্ট হেইল মেরি মুক্তি পাবে। ফলে এই দুটি ছবির মধ্যে বক্স অফিসে বড় প্রতিযোগিতা দেখা যেতে পারে।

ধানুশের হলিউড যাত্রা আরও শক্তিশালী হবে কিনা এবং সিডনি সুইনির সঙ্গে তাঁর রসায়ন কেমন জমবে তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের।

গোল্ডেন গ্লোবে আলো ছড়ালেন ৬২ বছর বয়সী অভিনেত্রী ডেমি মুর

৮ বছরের আইনি লড়াইয়ের অবসান, বিচ্ছেদের নথিতে ‘ব্র্যাঞ্জেলিনার’ শেষ সই

মামলায় হারলেন হ্যারি পটার তারকা, ২৭ কোটি টাকা কর দিতেই হচ্ছে