বিনোদন ডেস্ক
সেরা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে ইউক্রেন যুদ্ধের ওপর নির্মিত মিস্তিস্লাভ চেরনোভের প্রামাণ্যচিত্র ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’। ইউক্রেনের ওপর রুশ অভিযান শুরুর পর বন্দরনগরী মারিওপোলে প্রথম ২০ দিনের ভিডিও ধারণ করেন পুলিৎজার পুরস্কার জয়ী ইউক্রেনীয় সাংবাদিক চেরনভ।
গত বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। উৎসবে সানড্যান্স বিশ্ব সিনেমা প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে। চলতি বছর বাফটা ও ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে এটি।
‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’ ছাড়াও এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল—‘ফোর ডটার্স’ বেবি ওয়াইন’, ‘ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট’, ‘দ্য এটারন্যাল মেমোরি’ এবং ‘টু কিল অ্যা টাইগার’।
‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’ ছাড়াও এবার পুরস্কারের দৌড়ে এগিয়েছিল দুই বোনের পালিয়ে আইএস-এ যোগ দেওয়াকে কেন্দ্র করে তিউনিসিয়ার প্রামাণ্যচিত্র ‘ফোর ডটার্স’।