হোম > বিনোদন > হলিউড

কানে স্বর্ণপামের দৌড়ে এগিয়ে যে সিনেমা

৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে বিশ্বের শত শত সিনেমা থেকে এবার ২২টি সিনেমা ‘অফিশিয়াল সিলেকশন’ বিভাগে রয়েছে। গত ১৭ মে থেকে কানের পালে দ্যা ফেস্টিভ্যাল ভবন ও পার্শ্ববর্তী সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে। আর এই সিনেমাগুলো থেকে একটি বেছে নেওয়া হবে সম্মানজনক পুরস্কার পাম ডি’ অর বা স্বর্ণপামের জন্য। 

দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, ২৩ মে পর্যন্ত যে সিনেমাগুলো প্রদর্শিত হয়েছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা উডি হ্যারেলসন। সিনেমার গল্পের পাশাপাশি পরিচালনা করেছেন সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলুন্দ। গত ২২ মে সিনেমাটি বড় পর্দায় দেখানো হয় প্যালেস থিয়েটারে। প্রদর্শনী শেষ হওয়ার পর আট মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা। এবারের উৎসবে কোনো সিনেমা এত দীর্ঘ সময় করতালি পায়নি। 

এ বিষয়ে ছবির প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পরিচালক ওস্টলুন্দ বলেন, ‘চমৎকার স্ক্রিনিং! দর্শকদের অভিনন্দন আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সবার প্রতি ভালোবাসা রইল।’ 

কান চলচ্চিত্র উৎসবের সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

সিনেমা দেখার পর হেয়ারফিল্ড নামের একজন ইউটিউবার বলেন, ‘রুবেন ওস্টলুন্দের ‘‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’’ খুবই আনন্দদায়ক সিনেমা। ২০২২ সালের সেরা সিনেমা হিসাবে এটি সবারই দেখা উচিত।’ 

অ্যামি স্মিথ নামের একজন সাংবাদিক বলেন, এবারের কান উৎসবে এখন পর্যন্ত দেখা এটিই সেরা। শেষ পর্যন্ত যদি এই সিনেমা পুরস্কার না পায় তাহলে খারাপ লাগবে। 

সিনেমাটির স্বর্ণপাম জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেক দর্শক। ছবিটির পরিচালক রুবেন ওস্টলুন্দ ২০১৭ সালে ‘দ্য স্কয়ার’ সিনেমার জন্য স্বর্ণপাম জয় করেছিলেন।

কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত পড়ুন:

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়