হোম > বিনোদন > হলিউড

টম ক্রুজের সঙ্গে ডেটিংয়ের গুঞ্জনে যা বললেন শাকিরা

কয়েক দিন ধরেই গুঞ্জন ছড়িয়েছে ডেট করছেন হলিউড অভিনেতা টম ক্রুজ ও পপ তারকা শাকিরা। এবারের মিয়ামি ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে তাঁদের সর্বশেষ একসঙ্গে দেখার পর থেকে গুঞ্জনের শুরু। সংবাদমাধ্যমে শোনা যাচ্ছে, ডেটিং করছেন এ দুই তারকা। গুঞ্জনের বিষয়ে এবার মন্তব্য করেছেন শাকিরা। গায়িকা জানিয়েছেন বিষয়টি হাস্যকর। শাকিরার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএস ম্যাগাজিন। 

অনলাইনের এই গুজব প্রসঙ্গে শাকিরা বলেন, ‘এটি হাস্যকর। কারণ, বিষয়টি সত্য নয়।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্সে জানিয়েছিল, টম ক্রুজ শাকিরার সঙ্গে ডেটিংয়ে আগ্রহী।

এ ছাড়া পেজ সিক্স আরও জানায়, গত রোববার দক্ষিণ ফ্লোরিডায় অটো রেসিং ইভেন্ট শেষে টম ক্রুজ শাকিরাকে ফুলও পাঠিয়েছিলেন। এই জুটিকে সেখানে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ক্রুজ ও শাকিরা দীর্ঘদিন ধরেই বন্ধুত্ব বজায় রেখেছেন। এমনকি শাকিরার সাবেক প্রেমিক পিকের সঙ্গে বিচ্ছেদের পর গায়িকাকে সমর্থনও করেছিলেন টম ক্রুজ।

সম্প্রতি ১২ বছরের প্রেমিক জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শাকিরার। এই জুটির দুটি সন্তান রয়েছে। ১০ বছর বয়সী মিলান এবং আট বছর বয়সী সাশা। অপর দিকে ক্রুজ তিন সন্তানের পিতা। সাবেক স্ত্রী নিকোল কিডম্যানের সঙ্গে দুই সন্তান, যাদের নাম ইসাবেলা ও কনর এবং অপর সাবেক স্ত্রী কেটি হোমসের সঙ্গে এক সন্তান, যার নাম সুরি।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়