হোম > বিনোদন > হলিউড

ক্রিস ইভানের প্রেমে পড়লেন সেলেনা

জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নিক জোনাস, ডিজে জেড, দ্য উইকেন্ড ও জাস্টিন বিবারের সঙ্গে। কিন্তু অতীতের সেই সম্পর্কগুলো নিয়ে তাঁর রয়েছে তিক্ত অভিজ্ঞতা।

কিছুদিন আগে ভোগ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমার ধারণা, যত সম্পর্কে জড়িয়েছি, সেগুলোর বেশির ভাগই ছিল অভিশপ্ত। আমার বয়স এতই কম ছিল যে কিছু ব্যাপার ঠিকঠাক সামলে উঠতে পারিনি।’

আবার নতুন করে প্রেমে পড়েছেন সেলেনা গোমেজ। ‘ক্যাপ্টেন আমেরিকা’-খ্যাত হলিউড তারকা ক্রিস ইভানের সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন উঠেছে। বিভিন্ন জায়গায় একসঙ্গে এই দুই তারকার দেখা মিলেছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি স্টুডিও থেকে তাঁদের বের হতে দেখা গেছে। তবে তাঁরা একসঙ্গে বের হননি, আলাদা সময়ে বের হয়েছেন। এ ছাড়া দুজনকে একদিন একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেছে, সেবারও একসঙ্গে বের হননি। কিছু সময় আগে-পরে বের হয়েছেন। তবে এসব চোখ এড়ায়নি ইংলিশ সংবাদমাধ্যমগুলোর। স্থানীয় একাধিক গণমাধ্যম বলছে, প্রেম করছেন এই দুই হলিউড তারকা।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়