মহাশূন্যে প্রথম সিনেমার শুটিং
- শুটিং করতে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে যাবেন রাশিয়ার খ্যাতনামা অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড ও নির্মাতা ক্লিম শিপেঙ্কো।
- আগামী ৫ অক্টোবর কাজাখস্তানের বাইকানুর উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি রুশ রকেটে চড়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তাঁরা।
- মহাশূন্যে প্রথম সে সিনেমার শুটিং হবে, সেটির নাম ‘চ্যালেঞ্জ’। সিনেমাটির গল্প একজন নারী সার্জনকে নিয়ে।
- এই ছবির মূল চরিত্রে অভিনয়ের জন্য উনিশ জন নারী আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে ইউলিয়া পেরেসিল্ডকে বেছে নেওয়া হয়।
- মহাশূন্যে যাত্রার জন্য অভিনেত্রী-নির্মাতা দুজনেরই স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আগামী ১ জুন থেকে তাঁদের বিশেষ প্রশিক্ষণ শুরু হবে।
- রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস বলছে- সাধারণ মানুষের জন্য যে মহাশূন্যের দরোজা খুলে যাচ্ছে, এ সিনেমার মাধ্যমে তাঁরা সেটিই দেখাতে চাচ্ছে।