হোম > বিনোদন > হলিউড

জেনিফার লরেন্সে মুগ্ধ বিশ্ব

বিনোদন ডেস্ক

নিউ ইয়র্কে নিজেদের নতুন ছবি ‘ডোন্ট লুক আপ’ এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, মেরিল স্ট্রিপ এর মতো বিশ্ববিখ্যাত সব হলিউড তারকা। তবে স্পটলাইট কেড়ে নিয়েছিলেন ছবির নায়িকা জেনিফার লরেন্স। বর্তমানে অন্তঃসত্ত্বা এই অস্কারজয়ী অভিনেত্রী। সেই অবস্থাতেই রেড কার্পেটে হেটেছেন জেনিফার। যা দেখে মুগ্ধ বিশ্ব। মুগ্ধ হয়েছেন বলিউড তারকা কারিনা কাপুরও। তাই তো অন্তঃসত্ত্বা জেনিফারের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখলেন কতটা ‘গর্জিয়াস’ লাগছে গর্ভবতী ‘ডোন্ট লুক আপ’ এর নায়িকাকে।

ছবির প্রিমিয়ারে একটি সোনালী রঙের দারুণ স্টাইলিশ গাউন পরে হাজির হয়েছিলেন জেনিফার। রেড কার্পেটে লিওনার্দো, মেরিল স্ট্রিপ, জোনাহ হিলদের মতো হলিউড তারকাদের সঙ্গে রেড কার্পেটে পোজ দিয়েছেন ‘হাঙ্গার গেম’ ছবি খ্যাত এই সুন্দরী। চিরাচরিত নিজের সোজাসাপ্টা স্বভাবের মতো নিজের ‘বেবি বাম্প’ কখনও আড়াল করে রাখেননি জেনিফার।

এই প্রথমবার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন জেনিফার। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের রোজ হাউসে ‘ডোন্ট লুক আপ’ এর স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল ছবির নির্মাতা প্রতিষ্ঠান। তবে অতিথি ছিল যাকে বলে একেবারে হাতে গোনা। সেখানে নিজের ‘বেবি বাম্প’ নিয়ে সটান হাজির হয়েছিলেন জেনিফার।

চলতি মাসের ১০ তারিখে বাছাই করা কয়েকটি সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি এবং আগামী ২৪শে ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘ডোন্ট লুক আপ’ এর।

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য লিওনার্দোর ১০ লাখ ডলার অনুদান

বাতিল হচ্ছে না অস্কার আয়োজন

দাবানলে নিঃস্ব বন্ধুদের বাড়ির দরজা খুলে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি

গল্প চুরির অভিযোগে মামলা

আমার যখন সন্তান হবে, তখন অভিনয় ছেড়ে দেব: হলিউড অভিনেতা

সত্যি হলো টম হল্যান্ড-জেন্ডায়ার বাগদানের গুঞ্জন

গোল্ডেন গ্লোবসে চমক দেখাল ‘এমিলিয়া পেরেজ’

গোল্ডেন গ্লোবে আলো ছড়ালেন ৬২ বছর বয়সী অভিনেত্রী ডেমি মুর

৮ বছরের আইনি লড়াইয়ের অবসান, বিচ্ছেদের নথিতে ‘ব্র্যাঞ্জেলিনার’ শেষ সই

সেকশন