বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের জনপ্রিয় জুটি ব্যারন কোহেন ও ইসলা ফিশার। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, গত বছর যৌথভাবে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন ফিশার ও ব্যারন কোহেন।
গতকাল শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন ব্যারন-ফিশার। এতে বলা হয়, ‘২০ বছরেরও বেশি সময় ধরে দীর্ঘ টেনিস ম্যাচ চলার পর আমরা অবশেষে আমাদের র্যাকেট নামিয়ে রাখছি। ২০২৩ সালে আমরা যৌথভাবে বিচ্ছেদের জন্য আবেদন করেছি।’
পোস্টে এ দুই তারকাকে টেনিস জার্সিতে দেখা গেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সব সময় আমাদের গোপনীয়তাকে প্রাধান্য দিয়েছি এবং এই পরিবর্তনের জন্য নীরবে কাজ করে যাচ্ছি।’
পোস্টের শেষে বলা হয়েছে, ‘সন্তানদের প্রতি চিরকাল আমাদের স্নেহ ও ভালোবাসা বজায় থাকবে। পারিবারিক গোপনীয়তা রক্ষার জন্য আপনাদের আন্তরিকভাবে সাধুবাদ জানাই।’
২০০৬ সালে ‘বোরাত’ সিনেমা দিয়ে পরিচিতি পান ব্যারন কোহেন। আর ফিশারের জনপ্রিয়তা শুরু ২০০৫ সালে ‘ওয়েডিং ক্র্যাশার’ ছবির মাধ্যমে।