বিনোদন ডেস্ক
বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ নিয়ে ফিরছেন আধুনিক চলচ্চিত্রের জাদুকর ক্রিস্টোফার নোলান। সিনেপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার পর আজ ১৯ ডিসেম্বর সিনেমাটির প্রথম ট্রেলার প্রকাশিত হয়েছে। জনপ্রিয় অভিনেতা কিলিয়ান মারফি অভিনীত পারমাণবিক বোমা তৈরির ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটির জন্য দর্শকদের অপেক্ষার অবসান হলো।
মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।
ট্রেলারটিতে ওপেনহাইমারের বয়ানে কিলিয়ান মার্ফিকে বলতে শোনা যায়, ‘আমরা এক ভবিষ্যৎ কল্পনা করি এবং সেই কল্পনা আমাদের ত্রস্ত করে। এই কল্পনাগুলোকে না বোঝা পর্যন্ত মানুষ ভয়ই পাবে, আবার সেগুলোকে কাজে না লাগানো পর্যন্ত বোঝাও যাবে না।’
তিনি আরও বলেন, ‘তত্ত্ব অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি জানি না, এমন এক হাতিয়ার নিয়ে আমাদের ওপর আস্থা রাখা যায় কি না। তবে আমাদের কোনো বিকল্পও নেই।’
২০২৩ সালের ২১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।