২০০১ সালে মুক্তি পেয়েছিল জনি ডেপ অভিনীত সিনেমা ‘ব্লো’। তাঁর বিপরীতে ছিলেন পেনেলোপে ক্রুজ। সিনেমায় আরও এক অভিনেত্রী ছিলেন—লোলা গ্লাউডিনি। সম্প্রতি ‘পাওয়ারফুল ট্রুথ অ্যাঞ্জেলস’ নামের এক পডকাস্টে লোলা অভিযোগ করেছেন, ব্লো সিনেমার সেটে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন জনি ডেপ। অশালীন ভাষায় তাঁকে গালিগালাজ করেছিলেন। তবে লোলার এ অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা।
পডকাস্টে লোলা গ্লাউডিনি জানান, ব্লো সিনেমার শুটিংয়ের প্রথম দিনই এ ঘটনা ঘটেছিল। সেদিনই জনি ডেপের সঙ্গে তাঁর প্রথম দেখা। তবে প্রথম সাক্ষাৎ সুখকর হয়নি। লোলা বলেন, ‘জনি ডেপের মনোলগের দৃশ্যের শুটিং চলছিল। পরিচালক টেড ডেমি আমাকে বলেছিলেন, জনির মনোলগের সময় আমাকে জোরে জোরে হাসতে। আমি সেটাই করেছিলাম। তবে পরিচালক কাট বলার পর জনি আমার দিকে তেড়ে আসেন। তারপর আমাকে অশালীন ভাষায় ইচ্ছেমতো গালিগালাজ করেন, কেন আমি হাসলাম!’
পুরো ইউনিটের সামনে জনি ডেপের এমন ব্যবহারে ভীষণ ভেঙে পড়েছিলেন লোলা। তিনি বলেন, ‘এটা ছিল আমার প্রথম স্টুডিও মুভি। যাঁকে আমি এত দিন নিজের আদর্শ বলে মেনে এসেছি, যাঁর সঙ্গে কাজ করতে এত উৎসাহী ছিলাম; সেই জনি ডেপ আমার সঙ্গে এমন ব্যবহার করলেন! বিষয়টি মেনে নিতে কষ্টই হয়েছিল।’
লোলা গ্লাউডিনির এমন অভিযোগের পর নেটিজেনরা জনি ডেপের সমালোচনা করছেন। এটাই প্রথম নয়, আর আগেও শুটিংয়ে বিভিন্নজনের সঙ্গে জনির দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়ে জনি ডেপের তরফ থেকে তাঁর প্রতিনিধি সংবাদমাধ্যম ডেডলাইনকে জানিয়েছেন, ‘জনি সব সময় সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ভালো আচরণ করেন। জনির বিরুদ্ধে লোলা গ্লাউডিনির এমন অভিযোগ ভিত্তিহীন।’