হোম > বিনোদন > হলিউড

চুরি হয়েছে লিলি কলিন্সের কোটি টাকা মূল্যের বিয়ের আংটি

বিয়ের আংটি হারিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী লিলি কলিন্স। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি নামী হোটেলে ঘটে এ ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে স্পাতে যাওয়ার আগে নিজের বিয়ের আংটি খুলে রেখে গিয়েছিলেন হোটেল লকারে। স্পা শেষে হোটেলে গিয়ে অভিনেত্রী দেখেন আংটি লকারে নেই, অর্থাৎ চুরি হয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশেহারা এ অভিনেত্রী।

রোজ কাট হিরে দিয়ে বানানো এই আংটির ওজন ছিল প্রায় দুই থেকে তিন ক্যারেট। লিলির স্বামী, হলিউড চলচ্চিত্র পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজের নকশায় বানিয়েছিলেন এই আংটি। আংটির মূল্য ১০ হাজার ডলারেরও বেশি।

অভিনেত্রীকে এই আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাপি রঙের আভায় তৈরি এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বিয়ের এই আংটি নয়, এ অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন সঙ্গে আরও অন্য একটি আংটিও রেখেছিলেন।

নিরাপদ সিন্দুক থেকে কীভাবে চুরি আংটি দুটি, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, হোটেলের ভেতরের কেউই এ চুরির নেপথ্যে রয়েছেন।

হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে ২০১৯ প্রেম শুরু হয় এই অভিনেত্রীর। ২০২০ সালে দুজনের মধ্যে আংটি বদল হয় এবং একটি সম্পর্কের শেষ পরিণতি বিয়ের মাধ্যমে ২০২১ সালে এ জুটি তাঁদের সংসার জীবন শুরু করেন। লিলি জেন কলিন্স হলেন একজন ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী, মডেল ও লেখিকা। তিনি ইংরেজ সংগীতজ্ঞ ফিল কলিন্সের কন্যা।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়