Ajker Patrika
হোম > বিনোদন > হলিউড

নির্দোষ মাইকেল জ্যাকসন

বিনোদন প্রতিবেদক

নির্দোষ মাইকেল জ্যাকসন

ঢাকা: পপসম্রাট মাইকেল জ্যাকসন মারা গেছেন ১২ বছর হয়ে গেল। এখনো তাঁকে নিয়ে বিশ্বের অগণিত মানুষের কৌতূহলের শেষ নেই। কারণ, গানের ভুবনে তিনি অনন্য। তবে তিনি ফের আলোচনায় তার এক কালো অধ্যায় নিয়ে। ‘লিভিং নেভারল্যান্ড’ নামক তথ্যচিত্রে ওয়েড রবসনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা আলোচনায় এসেছে।

এবার লস এঞ্জেলস আদালত জানিয়ে দিয়েছে মাইকেল জ্যাকসন স্টেটের বিরুদ্ধে ওয়েডের এই মামলা নিতে আর রাজি নয় তারা। সুপিরিয়র কোর্টের বিচারক মার্ক এ ইয়াং তার রায়তে লিখেন, ‘বাদী জ্যাকসনের উপর এখন অব্দি তিনদফা অভিযোগ এনেছেন। কিন্তু এখন অব্দি অভিযোগের পক্ষে তেমন কোনো যুক্তি তিনি দেখাতে পারেননি। বিবাদী এবং বাদীর মধ্যে বিদ্যমান কোনো বিশেষ সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। এই মামলার কোনো প্রকার প্রমাণই আনতে পারেননি ওয়েড। তাই আদালত জ্যাকসনের বিরুদ্ধে করা এই অভিযোগটি প্রত্যাখান করছেন।’

মামলার রায়ের পর এক বিবৃতিতে জ্যাকসনের এস্টেটের প্রতিনিধিত্বকারী জোনাথন স্টিনসাপির জানান, ‘এখন পর্যন্ত এই মামলাটির বিচারকার্য ৩ দফায় দুইজন পৃথক বিচারক দ্বারা সম্পন্ন হয়েছে। ওয়েড রবসন গত ৮ বছর ধরে এই মামালাটি নিয়ে আমাদের সময় নষ্ট করেছেন। অবশেষে তার শেষ মামলাটিও আদালত কর্তৃক খারিজ হয়ে গেল।’

এদিকে বাদি ওয়েডের পক্ষ থেকে জানানো হয়, আবারো মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল করবেন তিনি ও তার আইন পরামর্শক।

প্রসঙ্গত, ‘লিভিং নেভারল্যান্ড’ নামে একটি তথ্যচিত্রে ওয়েড রবসন দাবি করেন ১৯৯০ সালে তার বয়স যখন ৭ তখন থেকেই মাইকেল জ্যাকসন তাকে অনেকবার যৌন হয়রানি করেছিলেন। এরপর গণমাধ্যমের কাছে বেশ কয়েকবার জ্যাকসনকে একজন পিডোফাইল বা শিশুদের যৌন নিপীড়নকারী বলেও অভিহিত করেছেন তিনি।

বাংলাদেশে মুক্তি পাচ্ছে নতুন ‘ক্যাপ্টেন আমেরিকা’

নোলানের সিনেমার জন্য পিছিয়ে গেল ‘স্পাইডার-ম্যান ফোর’

বদলে গেল জেমস বন্ডের ছয় দশকের পুরোনো ঘর

পরিচালনায় কেট উইন্সলেট

বিতর্কের আগুনে পুড়ছে কার্লা সোফিয়ার অস্কারের স্বপ্ন

অস্কারের মনোনয়ন ঘোষণা, ১৩টি মনোনয়ন পেয়ে শীর্ষে ‘এমিলিয়া পেরেজ’

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য লিওনার্দোর ১০ লাখ ডলার অনুদান

বাতিল হচ্ছে না অস্কার আয়োজন

দাবানলে নিঃস্ব বন্ধুদের বাড়ির দরজা খুলে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি