হোম > বিনোদন > হলিউড

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বিবাহিতরাও

দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে এই প্রথম মিস ইউনিভার্স তাদের সিলেকশন প্রক্রিয়ায় নিয়ে এল বড়সড় পরিবর্তন। বিশ্বের অন্যতম সেরা এই সুন্দরী প্রতিযোগিতায় এত দিন অংশ নিতে পারতেন শুধু অবিবাহিতরা। বাতিল করা হয়েছে সেই নিয়ম। আগামী বছর থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বিবাহিত নারীরাও।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই পরিবর্তন ঘটে। এটা তারই অংশ। বর্তমান বাস্তবতায় এটি খুব স্বাভাবিক একটা সিদ্ধান্ত। তবে সিদ্ধান্তটি যে যুগান্তকারী ও ঐতিহাসিক, তা একবাক্যে স্বীকার করে নিয়েছে ফ্যাশন দুনিয়া।

২০২৩ সালের ৭২তম মিস ইউনিভার্স থেকে এ নিয়ম বলবৎ হবে। এ আসরে অংশগ্রহণ করতে পারবেন বিবাহিতরাও। এমনকি যাঁরা মা হয়েছেন, থাকতে পারবেন তাঁরাও। মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, কোনো নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত যেন তাঁর জীবনের সাফল্যের পথে বাধা না হয়ে দাঁড়ায়।’

এর আগে ২০২২ সাল পর্যন্ত ১৮ থেকে ২৮ বছর বয়সী অবিবাহিত নারীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতেন। মায়েরা তো দূরের কথা, বিবাহিত বা ডিভোর্সড হলেও মিস ইউনিভার্স তাঁদেরকে গ্রহণ করত না। এ নিয়ম বদল হলেও বয়সের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কি না, সেটা জানায়নি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়