হোম > বিনোদন > হলিউড

হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বারবারা রাশের মৃত্যু

হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বারবারা রাশ মারা গেছেন। ফক্স নিউজ জানিয়েছে, গতকাল রোববার ৯৭ বছর বয়সী এ অভিনেত্রীর মৃত্যু হয়েছে। ফক্স নিউজ ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমটির জ্যেষ্ঠ প্রতিবেদক ও অভিনেত্রীর মেয়ে ক্লডিয়া কওয়ান।

ক্লডিয়া কওয়ান বলেন, ‘আমার মমতাময়ী মা আজ (রোববার) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে মারা গেছেন। সকালে আমি তাঁর সঙ্গে ছিলাম এবং নিরাপদে বাড়ি ফেরার জন্য তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন। চলে যাওয়ার জন্য তিনি ইস্টারকে বেছে নিয়েছেন, দিনটি তাঁর খুবই প্রিয় ছিল। অবশ্যই আজ থেকে এই দিনটি আমাদের পরিবারের জন্য আরও গভীর তাৎপর্য বহন করবে।’

বারবারা রাশ ক্যারিয়ারে ‘ম্যাগনিফিসেন্ট অবসেশন’, ‘বিগার দ্যান লাইফ’ ও ‘দ্য ইয়াং ফিলাডেলফিয়ান’র মতো ক্ল্যাসিক সিনেমায় অভিনয় করেছেন। ‘হোয়েন ওয়ার্ল্ডস কোলাইড’ ও ‘ইট ক্যাম ফ্রম আউটার স্পেস’ চলচ্চিত্রের জন্য তিনি সায়েন্স ফিকশনপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত।

ক্যারিয়ারে অনেকগুলো ক্ল্যাসিক ও সুপারহিট সিনেমা উপহার দিলেও রাশকে কখনো অস্কার কিংবা এমি পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়নি। তবে ১৯৫৪ সালে ইট ক্যাম ফ্রম আউটার স্পেস চলচ্চিত্রের জন্য তাঁকে গোল্ডেন গ্লোব জিতেন তিনি।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়