হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বারবারা রাশ মারা গেছেন। ফক্স নিউজ জানিয়েছে, গতকাল রোববার ৯৭ বছর বয়সী এ অভিনেত্রীর মৃত্যু হয়েছে। ফক্স নিউজ ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমটির জ্যেষ্ঠ প্রতিবেদক ও অভিনেত্রীর মেয়ে ক্লডিয়া কওয়ান।
ক্লডিয়া কওয়ান বলেন, ‘আমার মমতাময়ী মা আজ (রোববার) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে মারা গেছেন। সকালে আমি তাঁর সঙ্গে ছিলাম এবং নিরাপদে বাড়ি ফেরার জন্য তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন। চলে যাওয়ার জন্য তিনি ইস্টারকে বেছে নিয়েছেন, দিনটি তাঁর খুবই প্রিয় ছিল। অবশ্যই আজ থেকে এই দিনটি আমাদের পরিবারের জন্য আরও গভীর তাৎপর্য বহন করবে।’
বারবারা রাশ ক্যারিয়ারে ‘ম্যাগনিফিসেন্ট অবসেশন’, ‘বিগার দ্যান লাইফ’ ও ‘দ্য ইয়াং ফিলাডেলফিয়ান’র মতো ক্ল্যাসিক সিনেমায় অভিনয় করেছেন। ‘হোয়েন ওয়ার্ল্ডস কোলাইড’ ও ‘ইট ক্যাম ফ্রম আউটার স্পেস’ চলচ্চিত্রের জন্য তিনি সায়েন্স ফিকশনপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত।