হোম > বিনোদন > হলিউড

৮ বছরের আইনি লড়াইয়ের অবসান, বিচ্ছেদের নথিতে ‘ব্র্যাঞ্জেলিনার’ শেষ সই

২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং করতে গিয়ে সম্পর্কে জড়ান পিট–অ্যাঞ্জেলিনা। ছবি: সংগৃহীত

বিবাহবিচ্ছেদ চেয়ে ৮ বছর ধরে চলল আইনি লড়াই। অবশেষে বিচ্ছেদ সম্পর্কিত সব হিসাবনিকাশের মীমাংসাপত্রে সই করেছেন বিখ্যাত হলিউড তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। জোলির আইনজীবী জেমস সিমন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, হলিউডের ইতিহাসে অন্যতম দীর্ঘ এই বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার অবশেষে ইতি হতে যাচ্ছে।

২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং করতে গিয়ে সম্পর্কে জড়ান পিট–অ্যাঞ্জেলিনা। যদিও তখনো জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন ব্র্যাড পিট। পরে তাঁদের বিচ্ছেদ হলে ব্রাঞ্জেলিনার সম্পর্ক জনসমক্ষে আসে। অন্যদিকে পিটের সঙ্গে সম্পর্কের আগে জোলি অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।

দীর্ঘ দিন প্রেমের পর ২০১৪ সালে বিয়ে করেন জোলি আর পিট। ৬টি সন্তান আছে তাঁদের। এর মধ্যে তিনজনকে দত্তক নিয়েছিলেন তাঁরা। তবে মাত্র ২ বছর সংসারের পরই ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জোলি।

২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং করতে গিয়ে সম্পর্কে জড়ান পিট–অ্যাঞ্জেলিনা। ছবি: সংগৃহীত

জোলি অভিযোগ করেন, ২০১৬ সালে সন্তানদের নিয়ে ব্যক্তিগত জেট বিমানে করে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন তাঁরা। এ সময় পিট তাঁর ও সন্তানদের সঙ্গে নির্যাতনমূলক আচরণ করেন। তবে পিট এই অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০১৯ সালে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন এক বিচারক। তবে সম্পত্তি ভাগাভাগি এবং সন্তানের অভিভাবকত্বের বিষয়টি আলাদাভাবে নিষ্পত্তি করতে বলা হয়।

পরে এক বিচারক সমান অভিভাবকত্বের সিদ্ধান্ত নিলে জোলি অভিযোগ করেন, এই বিচারক পক্ষপাতমূলক রায় দিয়েছেন এবং বিচারক পরিবর্তনের আবেদন করেন। আপিল আদালত এতে সম্মতি দিয়ে ওই বিচারককে সরিয়ে দেয়। বিচার নতুন করে শুরু হয়। পরে ২০২১ সালে সন্তানের অভিভাবকত্ব নিয়েও যৌথ অভিভাবকত্ব চুক্তি করেন তাঁরা।

এই আইনি লড়াইয়ে বিভিন্ন সময় এক তিক্ত বিবাহবিচ্ছেদের চিত্র উঠে এসেছে। পিটের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক যুদ্ধ’ চালানোর অভিযোগ তোলেন জোলি। অন্যদিকে পিট অভিযোগ করেন, জোলি তাঁর ব্যবসায়িক স্বার্থগুলোর ইচ্ছাকৃত ক্ষতি করার চেষ্টা করছেন।

২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং করতে গিয়ে সম্পর্কে জড়ান পিট–অ্যাঞ্জেলিনা। ছবি: সংগৃহীত

মীমাংসা চুক্তির কোনো বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, চুক্তিটি কার্যকর করতে একজন বিচারকের অনুমোদন প্রয়োজন হবে। এ বিষয়ে এখনো কোনো আদালতের নথি দাখিল করা হয়নি। এ বিষয়ে পিটের আইনজীবীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

তবে জোলির আইনজীবী সিমন এক বিবৃতিতে বলেন, ৮ বছর আগে বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। পিটের সঙ্গে ভাগাভাগি করা সব সম্পত্তি ছেড়ে সন্তানদের নিয়ে চলে গিয়েছিলেন তিনি। এরপর থেকে পরিবারের শান্তি ও সুস্থতাই ছিল তাঁর প্রধান কাম্য। এই দীর্ঘ লড়াইয়ে জোলি ক্লান্ত। অবশেষে এটি শেষ হয়েছে, এটাই তাঁর স্বস্তি।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়