হোম > বিনোদন > হলিউড

হলিউডের তিন সিনেমা: ঢাকার সিনেপ্লেক্সগুলোতে এগিয়ে ‘বার্বি’

বিনোদন প্রতিবেদক

হলিউডের এবারের গ্রীষ্মকালীন মৌসুমের লড়াইটা জমেছে বেশ। গত সপ্তাহে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের সপ্তম কিস্তি ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’। মুক্তির পরই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। এর মাঝেই এই সপ্তাহে মুক্তি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ এবং জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। ‘বারবেনহাইমার’–এর চাপে বক্স অফিসে টম ক্রুজের মিশন ইম্পসিবল কিছুটা পিছিয়ে গেলেও লড়াইটা জমেছে বেশ। দেশের সিনেপ্ল্যাক্সগুলোতেও মুক্তি পেয়েছে তিনটি সিনেমাই। ঢাকার সিনেপ্লেক্সগুলোতে কেমন চলছে, জেনে নেওয়া যাক হালচাল।

স্টার সিনেপ্লেক্স
স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে তিনটি সিনেমায়। এর মধ্যে গত সপ্তাহে মুক্তি পেয়েছে টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের সপ্তম কিস্তি ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’। মুক্তির পরই সিনেমাটি দাপট দেখাচ্ছে দেশের সবচেয়ে বড় সিনেপ্লেক্স চেইন স্টারে। এর মধ্যে গত সপ্তাহে তালিকায় যুক্ত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ এবং জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মিশন ইম্পসিবলের এটি দ্বিতীয় সপ্তাহ। প্রথম সপ্তাহে সিনেমাটি বেশ ভালো চলেছে, বলা যায় প্রায় প্রতিটি শো হাউসফুল। তবে এই সপ্তাহে ‘বার্বি’ আর ‘ওপেনহাইমার’–এর মুক্তির পর মিশন ইম্পসিবলের ভিড় কিছুটা কমেছে। তবে এখনো ভালো চলছে।’

মেজবাহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘এ সপ্তাহে মুক্তি পাওয়া ‘‘বার্বি’’ আর ‘‘ওপেনহাইমার’’ মুক্তির পর থেকেই বেশ ভালো চলছে। প্রায় প্রতিটি শো হাউসফুল। তবে বার্বির অবস্থা বেশি ভালো।’

যমুনা ব্লকবাস্টার সিনেমাস 
যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে তিনটি সিনেমায়। এখন পর্যন্ত তিনটি সিনেমার মধ্যে ভালো অবস্থানে আছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’। এ ছাড়া গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’ ও ‘ওপেনহাইমার’–এর প্রতিটি শোও হাউসফুল।

যমুনা ব্লকবাস্টার সিনেমাসের সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখানে তিনটি সিনেমায় বেশ ভালো যাচ্ছে। তবে এর মধ্যে ‘বার্বি’ সবচেয়ে এগিয়ে। সিনেমাটিতে পারিবারিক দর্শক বেশ লক্ষ করা যাচ্ছে। অনেকে বার্বি সেজে সিনেমা হলে হাজির হচ্ছেন। একটা উৎসবের আবহ বিরাজ করছে।’

বাকি দুইটি হলিউড সিনেমার ব্যাপারে তিনি বলেন, ‘বার্বির সঙ্গে সঙ্গে বাকি দুইটি সিনেমাও হাউসফুল যাচ্ছে। প্রথম সপ্তাহে মিশন ইম্পসিবলের ৭টি শো চলেছে আমাদের এখানে। এখনো এর প্রতিটি শো প্রায় হাউসফুল। আর শোয়ের আগেই ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ এর টিকিট শেষ হয়ে যাচ্ছে। আসলে তিনটি সিনেমা আলাদা মেজাজের। তাই এর দর্শক যেমন ভিন্ন, আবার অনেকে সবগুলোই দেখছেন।’

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য লিওনার্দোর ১০ লাখ ডলার অনুদান

বাতিল হচ্ছে না অস্কার আয়োজন

দাবানলে নিঃস্ব বন্ধুদের বাড়ির দরজা খুলে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি

গল্প চুরির অভিযোগে মামলা

আমার যখন সন্তান হবে, তখন অভিনয় ছেড়ে দেব: হলিউড অভিনেতা

সত্যি হলো টম হল্যান্ড-জেন্ডায়ার বাগদানের গুঞ্জন

গোল্ডেন গ্লোবসে চমক দেখাল ‘এমিলিয়া পেরেজ’

গোল্ডেন গ্লোবে আলো ছড়ালেন ৬২ বছর বয়সী অভিনেত্রী ডেমি মুর

৮ বছরের আইনি লড়াইয়ের অবসান, বিচ্ছেদের নথিতে ‘ব্র্যাঞ্জেলিনার’ শেষ সই

সেকশন