বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার বিখ্যাত অ্যালবাম ‘আপ কা সুরুর’–এর কথা মনে আছে? ২০০৬ সালে বাজারে এসেছিল অ্যালবামটি। বলতে গেলে, হিন্দি গানের ইতিহাস বদলে দেয় ‘আপ কা সুরুর’। প্রায় সাড়ে পাঁচ কোটি কপি বিক্রি হয়েছিল ওই অ্যালবাম। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রীত অ্যালবাম এটি।
‘আশিক বানায়া আপনে’, ‘দিল নাশি’, ‘আপ কি কাসিস’- হিমেশ রেশমিয়ার হিট গানের সংখ্যা কম নয়। এই জনপ্রিয় শিল্পী তাঁর তৃতীয় একক অ্যালবাম নিয়ে আসছেন। নাম দিয়েছেন ‘সুরুর ২০২১’। গত রোববার নতুন অ্যালবামের পোস্টার ও টিজার প্রকাশ করেছেন হিমেশ।
কথা দিচ্ছি এ অ্যালবাম সবাইকে মেলোডি যুগে ফিরিয়ে নিয়ে যাবে। দীর্ঘদিন ধরে গানগুলো কম্পোজ করেছি। আমি সন্তুষ্ট গানগুলো নিয়ে। তাই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। সব গান আমার সংগীতায়োজনে। নিজেও গেয়েছি। অন্য শিল্পীরাও গেয়েছেন।
হিমেশ রেশমিয়া, সংগীতশিল্পী
‘আপ কা সুরুর’–এর মতো নতুন অ্যালবামটিও সবাই পছন্দ করবেন, প্রত্যাশা হিমেশ রেশমিয়ার। মিউজিক লেবেল হিমেশ রেশমিয়া মেলোডিসের ব্যানারে নির্মিত ‘সুরুর ২০২১’ অ্যালবামের মাধ্যমে কয়েকজন নতুন শিল্পীকে সুযোগ দিয়েছেন তিনি।