Ajker Patrika

নকশীকাঁথা ব্যান্ডের নতুন গান ‘জরিনা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নকশীকাঁথা ব্যান্ডের সঙ্গে মডেল সুমাইয়া রিমু। ছবি: সংগৃহীত
নকশীকাঁথা ব্যান্ডের সঙ্গে মডেল সুমাইয়া রিমু। ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড নকশীকাঁথা। দলটির ইউটিউব চ্যানেলে গত শনিবার প্রকাশ পেয়েছে ‘জরিনা’ শিরোনামের গানটি। গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী জানান, ২০ বছর আগে লেখা হয়েছিল জরিনা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল গানটি।

জরিনা গান নিয়ে সাজেদ ফাতেমী বলেন, ‘আমাদের ব্যান্ডের এ ধরনের গান এটাই প্রথম। যুগে যুগে কালে কালে কবি-সাহিত্যিকেরা লোকজ ঐতিহ্যের অনুসন্ধান করতে গিয়ে নারীকে অন্যতম প্রধান উপাদান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাঁদের কবিতা, গল্প, উপন্যাস কিংবা নাটকে নারীর জীবনধারা তুলে ধরেছেন, যেখানে আবহমান বাংলার নারী তার রূপ ও যৌবনের মায়াময় ছোঁয়ায় আবিষ্ট করেছে পাঠককে। তেমনি এক নারীর রূপে মাতোয়ারা একদল মানুষের আগ্রহ ও কৌতূহল নানা মজার কাহিনির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে জরিনা গানে।’

সাজেদ ফাতেমী আশা প্রকাশ করে বলেন, ‘সহজ কথার গানটির সুর খুব চেনা মনে হবে। কোরাস ও হারমোনি এবং সুরে বিশেষ একধরনের ভাঁজ এ গানে ভিন্ন মাত্রা যোগ করায় সহজে শ্রোতাকে আকৃষ্ট করবে।’

গানের ভিডিও বানিয়েছেন সোহাগ ওয়াজিউল্লাহ। এতে জরিনা চরিত্রে অভিনয় করেছেন মডেল সুমাইয়া রিমু। তাঁর সঙ্গে আছেন নকশীকাঁথার সদস্য সাজেদ ফাতেমী, ফয়সাল আদনান, বুলবুল সাহা, মাহবুব সোহেল, জে আর সুমন, মনোজ মণ্ডল ও পলাশ নন্দী। আরও আছেন গোলাম রসুল ও জুয়েল খান। ইউটিউবের পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, টিকটকসহ ২১টি অনলাইন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে জরিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত