Ajker Patrika
হোম > বিনোদন > গান

জন্মাষ্টমীর গান ‘কৃষ্ণ প্রেম’

জন্মাষ্টমীর গান ‘কৃষ্ণ প্রেম’

জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের শিল্পী শান্তা ভৌমিকের নতুন গান প্রকাশ পেয়েছে। ‘কৃষ্ণ প্রেম’ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে ‘আইচ সং’ নামের ইউটিউব চ্যানেলে। গান লিখেছেন অনুরূপ আইচ। সুর করেছেন শিল্পী নিজেই। আলা উদ্দিন আলোর সংগীত পরিচালনায় ‘কৃষ্ণ প্রেম’ গানের মোশন গ্রাফিক্স ভিডিও বানিয়েছেন এন এইচ বাবু ঢালী।

‘কৃষ্ণ প্রেম’ গানটি সম্পর্কে শান্তা ভৌমিক বলেন, ‘অনুরূপ আইচকে ধন্যবাদ জানাই আমার জন্য এত সুন্দর একটি গান লেকার জন্য। তাঁর লেখা গান দেশের অনেক শিল্পীর কণ্ঠেই জনপ্রিয় হয়েছে। তাই আমিও আশাবাদী ‘কৃষ্ণ প্রেম’ গানটি শ্রীকৃষ্ণ ভক্তদের ভালো লাগবে এবং সাড়া ফেলবে।’

অনুরূপ আইচ বলেন, ‘কৃষ্ণ প্রেম’ গানটি খুব সুন্দর গেয়েছেন শান্তা। ইতিমধ্যে ভালো সাড়া পাচ্ছি। আশাকরছি, ভালো গানের তালিকায় এই গানটি ঠাঁই পাবে।’

এর আগেও শ্রীকৃষ্ণকে নিয়ে গান লিখেছেন গীতিকার লেখক অনুরূপ আইচ। ‘রাধে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমী মীর্জা।

প্রতিবাদ জানিয়ে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত অরিজিতের

সৌদির দাম্মামে গাইবেন বাংলাদেশের শিল্পীরা

সৌদি তরুণী জারা: ‘হালাল র‍্যাপ’ সংগীতে মাত করেছেন নেট দুনিয়া

মেঘদলের নতুন গান ‘গোলাপের নাম’

অস্তিত্বের টানাটানিতে সবাই এখন চিন্তিত

৫০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে সোলসের আনপ্লাগড কনসার্ট

এ আর রাহমানের বিরুদ্ধে তোপ দেগে যে জবাব পেলেন অভিজিৎ ভট্টাচার্য

নকশীকাঁথা ব্যান্ডের নতুন গান ‘জরিনা’

বিপ্রার প্রথম গান ‘পাবে না আমাকে’

ঢাকায় এসেও গাইতে না পেরে হতাশ মুস্তাফা জা‌হিদ, ভেন্যুই বুকিং দেয়নি আয়োজকেরা